(Source: ECI/ABP News/ABP Majha)
Allu Arjun Update: সন্তানদের সঙ্গে রবিবার যাপন অল্লু অর্জুনের, মিষ্টি ভিডিও পোস্ট স্ত্রী স্নেহা রেড্ডির
Allu Arjun Update: 'পুষ্পা: দ্য রাইজ' প্রবল সাফল্য পাওয়ার পর ছবির দ্বিতীয় পর্ব নিয়ে আসতে কোমর বাঁধছেন অভিনেতা। 'পুষ্পা: দ্য রুল'-এ ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দান্নাকে ফের দেখা যাবে অল্লু অর্জুনের সঙ্গে।
হায়দরাবাদ: দক্ষিণী তারকা অল্লু অর্জুন (Superstar Allu Arjun) আপাতত গোটা দেশজুড়েই রয়েছেন শিরোনামে। সৌজন্যে তাঁর সুপারহিট ছবি 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। সম্প্রতি বিদেশ থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা। তবে বাড়ি ফিরে কিন্তু রবিবার কাটালেন সন্তানদের সঙ্গেই। সেই ছবিই শেয়ার করলেন অভিনেতার স্ত্রী স্নেহা রেড্ডি।
রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি শেয়ার করেন অভিনেতার স্ত্রী অল্লু স্নেহা রেড্ডি (Allu Sneha Reddy)। সেখানে দেখা যায় মেয়ে অল্লু আরহার (Allu Arha) সঙ্গে 'কালারিং'-এ মজেছেন অভিনেতা। পাশে রয়েছে ছেলে অল্লু আয়ানও (Allu Ayaan)। তাঁদের চারিদিকে ভর্তি খেলনা আর রং।
অন্যদিকে তার আগের দিন অভিনেতা একটি মিষ্টি ছবি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। ১৬ দিন বিদেশে কাটিয়ে ফেরার পর একরত্তি মেয়ে আরহা তাঁকে কীভাবে স্বাগত জানিয়েছে সেই মিষ্টি ছবি পোস্ট করেন তিনি।
View this post on Instagram
'পুষ্পা: দ্য রাইজ' প্রবল সাফল্য লাভ করার পর ছবির দ্বিতীয় অংশ নিয়ে আসতে কোমর বাঁধছেন অভিনেতা। 'পুষ্পা: দ্য রুল' ছবিতে ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দান্নাকে ফের দেখা যাবে অল্লু অর্জুনের সঙ্গে।
আরও পড়ুন: Allu Arjun Daughter: ১৬ দিন পর বাড়ি ফিরতেই মেয়ে আরহার মিষ্টি 'ওয়েলকাম', পোস্ট অল্লু অর্জুনের