এক্সপ্লোর
Advertisement
ব্রেকআপের সব জল্পনা নস্যাৎ করে ফের একসঙ্গে দীপিকা-রণবীর
মুম্বই: শোনা যাচ্ছিল, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে। কোথাও একসঙ্গে দেখা যাচ্ছিল না তাঁদের। আবার দীপিকাকে একবার ভিন ডিজেলের সঙ্গে, আর একবার প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের সঙ্গে দেখা যাওয়ায় জল্পনা বাড়ছিল।
দিনকয়েক আগে রণবীরের মা নীতু কপূরের সঙ্গে দীপিকাকে দেখা যাওয়ায় অনেকেই বলতে থাকেন, তাহলে বোধহয় আবার কাছাকাছি আসছেন এই দুই প্রাক্তন।
কিন্তু সব জল্পনা মিথ্যে করে আবার একসঙ্গে দেখা গেল দীপিকা ও রণবীর সিংহকে। মুম্বই বিমানবন্দরে তোলা হয়েছে তাঁদের এই ছবিটি।
Finalllllly 😭😭💛💜#deepveer #DeepikaPadukone #RanveerSingh pic.twitter.com/xvV6PSoBxq
— meemoo_deepveer (@attawy) March 28, 2017
ঘটনা হল, পদ্মাবতী ছবি ঘিরে যে প্রচণ্ড বিতর্ক শুরু হয়েছে, সে জন্য এই দুই প্রেমিক প্রেমিকাকে একসঙ্গে দেখা দিতে বারণ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। কারণ, ছবিতে দীপিকা রানি পদ্মিনীর চরিত্রে আর রণবীর রয়েছেন খলনায়ক আলাউদ্দিন খিলজির চরিত্রে। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে অভিযোগে পদ্মাবতী নিয়ে তুমুল অশান্তি চলছে। সম্ভবত সে কারণেই দীর্ঘদিন তাঁদের কাছাকাছি দেখা যাচ্ছিল না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement