Amitabh Bachchan: রক্তস্নাত পহেলগাঁও, তার মধ্যেই রহস্যময় পোস্ট করে কিসের ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন?
Amitabh Bachchan on Kashmir Attack: সোশ্যাল মিডিয়ায় যখন সবাই সরব হয়েছেন কাশ্মীরের এই নারকীয় ঘটনা নিয়ে, তখন সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।

কলকাতা: রক্তস্নাত পহেলগাঁও। অথচ গতকাল দুপুর পর্যন্তও সব ঠিকঠাক ছিল। কেউ গিয়েছিলেন মধচন্দ্রিমা উদযাপনে। কেউ গিয়েছিলেন পরিবারকে নিয়ে, একটু ভাল সময় কাটাতে। কাশ্মীরে এখন টিউলিপের মরসুম। কাজেই সেখানে হাজার হাজার পর্যটকের জমায়েত হয়েছিল এই সময়, প্রত্যেক বছরের মতোই। কিন্তু মঙ্গলবার দুপুরেই বদলে গেল সবটা। জঙ্গি হামলায় মিনি স্যুইটজারল্যান্ড এখন ভয়াবহ, দুঃস্বপ্নের। কাশ্মীরে জঙ্গি হামলার ২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও যেন সেই স্মৃতি, সেই ছবি, সেই আলোচনা একটা ফোঁটাও শান্তি দিচ্ছে না সাধারণ মানুষকে। কেউ যেন ভুলতে পারছেন না নিরীহ পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনাকে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬, আহত একাধিক। গোটা দেশ যখন তোলপাড় এই ঘটনা নিয়ে, তখন সোশ্য়াল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কিন্তু কেন?
সোশ্যাল মিডিয়ায় যখন সবাই সরব হয়েছেন কাশ্মীরের এই নারকীয় ঘটনা নিয়ে, তখন সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি প্রায় প্রত্যেকটা বিষয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত রাখেন। কিন্তু পহেলগাঁও-এর ঘটনা নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। উল্টে, এই ঘটনা ঘটে যাওয়ার পরে, একটি ট্যুইট করে তিনি লিখেছেন, 'T 5356 -'। তাঁর এই ট্যুইটের অর্থ বুঝতে পারেননি কেউই। এবং তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষে বিদ্ধ অমিতাভ। যেখানে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan) থেকে শুরু করে প্রায় সমস্ত তারকা, তখন অমিতাভ বচ্চনের এই নিঃস্তদ্ধতা অবাক করেছে সবাইকেই। প্রত্যেকেই অমিতাভের কাছ থেকে আশা করেছিলেন একটি সুচিন্তিত মতামতের। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একেবারে নীরব তিনি।
মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ পর্যটককে খুন করে জঙ্গিরা। মোট ছ'জন সশস্ত্র জঙ্গি নিরীহ পর্যটকদের উপর চড়াও হয়ে বলে জানা যাচ্ছে। ওই ছ'জনের মধ্যে দু'জন কাশ্মীরেরই বাসিন্দা বলে সন্দেহ গোয়েন্দাদের। এর মধ্যে আদিল ঠোকর ওরফে আদিল গুরিকে হামলার মূলচক্রী হিসেবে শনাক্ত করা গিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, আদিল আসলে কাশ্মীরেরই অনন্তনাগের গুরি গ্রামের বাসিন্দা। আর এক জঙ্গি আহসান দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। ২০১৮ সালে তারা পাকিস্তান চলে দিয়েছিল বলে জানা গিয়েছে। (Pahalgam Terror Attack)। জানা গিয়েছে, ২০১৮ সালে ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তান চলে যায় আদিল। গত বছর ফের কাশ্মীরে দেখা যায় তাকে। পুলিশ ও গোয়েন্দাদের তরফে ইতিমধ্যেই জঙ্গিদের ছবি এবং স্কেচ প্রকাশ করা হয়েছে, তাতে দাড়িওয়ালা যুবকই আদিল বলে জানা যাচ্ছে। হামলার পর পর সে পাকিস্তানে ফিরে গিয়ে থাকতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের।






















