Amitabh Bachchan: 'ভিডিও বন্ধ করুন...', স্বভাবচিত হাসিমুুখ গায়েব, পাপারাৎজিদের দেখেই হঠাৎ চটলেন অমিতাভ বচ্চন!
Amitabh Bachchan News: সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একটি দাদা কুর্তা পাজামা পরে রয়েছেন অমিতাভ, সঙ্গে নিয়েছেন একটি অফ হোয়াইট শাল

কলকাতা: তিনি বরাবরই পাপারাৎজিদের সঙ্গে ভাল ব্যবহারই করেন। তাঁর 'জলসা' থেকে বাইরে পা রাখলেই, তাঁকে ঘিরে পাপারাৎজিদের ভিড়। কখনও বিরক্ত ও হতে দেখা যায় না তাঁকে। সবসময়েই পাপারাৎজিদের দিকে হাসিমুখে অভিবাদন করেন তিনি। কখনও আবার তাঁদের দিকে ছুঁড়ে দেন বিভিন্ন উপহার। তাঁর জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন বিশেষ দিনেই পাপারাৎজি থেকে শুরু করে সাধারণ মানুষেরা ভিড় জমান 'জলসা' বাড়ির সামনে। তবে এই ছবি দেখতে অভ্যস্থ নন কেউই। হঠাৎ পাপারাৎজিদের দেখে মেজাজ হারালেন অমিতাভ বচ্চন। কার্যত ধমকে উঠলেন তিনি। বন্ধ করতে বললেন ভিডিও। অমিতাভের এই রূপ দেখে অবাক সবাই।
সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একটি দাদা কুর্তা পাজামা পরে রয়েছেন অমিতাভ, সঙ্গে নিয়েছেন একটি অফ হোয়াইট শাল। এই পোশাকেই জলসার মধ্যে ঢুকে যাচ্ছিলেন তিনি। তবে যখন তিনি লক্ষ করেন য়ে, কেউ তাঁর ভিডিও বানাচ্ছে, তিনি রেগে যান। কড়া ভাষায় ক্য়ামেরা বন্ধ করতে বলেন তিনি। বলেন, "এ ভিডিও বানিও না... বন্ধ করো!" এতে যাঁরা ভিডিও তুলছিলেন, তাঁরা হকচকিয়ে গিয়ে ভিডিও বন্ধ করে দেন। অমিতাভকে এই বেশে প্রায় কেউই আগে দেখেননি। সেই কারণেই সবাই অবাক হন যে অমিতাভ কেন এভাবে বললেন।
View this post on Instagram
'বিগ বি'-র ব্যবহারে অবাক অনুরাগীরা
অমিতাভের ব্যবহারে অবাক অনুরাগীরা। কারণ ক্যামেরা দেখলেই তিনি সবসময় হাতজোড় করে অভিবাদন জানান। হাসিমুখে পাপারাৎজিদের জন্য পোজ ও দেন। তবে তাঁর এই ব্যবহারে অবাক হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ কটাক্ষ করতে ছাড়েননি। সাধারণত ক্যামেরা দেখলেই বিরক্ত হন অমিতাভ পত্নী জয়া বচ্চন। অধিকাংশ পাপারাৎজিদের দেখলেই তিনি বিরক্ত হন। ছবি তোলার জন্য প্রায় কখনোই পোজ দেন না। সেই কারণে অনেকে কটাক্ষ করেছেন যে, অমিতাভের ওপর কি জয়া বচ্চনের প্রভাব পড়েছে? সেই কারণেই তিনি এইরকম ব্য়বহার করলেন পাপারাৎজিদের দেখে? তবে অমিতাভ তাঁর এই ব্যবহারের কোনও বিবৃতি দেননি। অনেকে আবার তারকার পাশে দাঁড়িয়ে বলেছেন, তিনি যত বড় তারকাই হোন না কেন, ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করলে যে কেউ মেজাজ হারাতেই পারেন।




















