Amitabh Bachchan: লাইফ সাপোর্টে রাজু শ্রীবাস্তব, ভয়েস মেসেজ পাঠালেন বিগ বি
Raju Srivastava Health: চিকিৎসকেরা ইতিমধ্যেই জানিয়েছেন যে, চিকিৎসায় রাজুর মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। এবার জনপ্রিয় এই কমেডিয়ানকে ভয়েস মেসেজ পাঠালেন অমিতাভ বচ্চন।
![Amitabh Bachchan: লাইফ সাপোর্টে রাজু শ্রীবাস্তব, ভয়েস মেসেজ পাঠালেন বিগ বি Amitabh Bachchan's voice message for raju srivastava, heres what big b said, know in details Amitabh Bachchan: লাইফ সাপোর্টে রাজু শ্রীবাস্তব, ভয়েস মেসেজ পাঠালেন বিগ বি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/1fc6a637dbe4764bab8281c63ee8d10e1660496215869214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন তিনি। জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর। জিম ট্রেনার দুবার সিপিআর দেন। তারপর তিনিই রাজুকে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রাজু শ্রীবাস্তব। তাঁর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। চিকিৎসকেরা ইতিমধ্যেই জানিয়েছেন যে, চিকিৎসায় রাজুর মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। এবার জনপ্রিয় এই কমেডিয়ানকে ভয়েস মেসেজ পাঠালেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
ভয়েস মেসেজে রাজু শ্রীবাস্তবকে কী বার্তা দিলেন বিগ বি?
রাজু শ্রীবাস্তবের জনপ্রিয়তা নজরকাড়া। বহু লাফটার শো তিনি জিতেছেন। হাস্য কৌতুকের অন্য নাম বলা যেতে পারে রাজু শ্রীবাস্তবকে। তাঁর অনুরাগীরা জানেন, অন্যান্য বহু অভিনেতার মিমিক্রি যেমন তিনি মারাত্মক দক্ষতার সঙ্গে করতে পারেন, তেমনই তাঁর উল্লেখযোগ্যভাবে অমিতাভ বচ্চনের মিমিক্রি করেন রাজু শ্রীবাস্তব। চোখ বন্ধ করে রাজুর করা বিগ বি-কে মিমিক্রি শুনলে বোঝা যাবে না তিনি কথা বলছেন নাকি স্বয়ং বিগ বি। এতটাই তিনি পারদর্শীতার সঙ্গে এই কাজ করেন। আর এবার স্বয়ং অমিতাভ বচ্চন ভয়েস মেসেজ পাঠালেন হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন থাকা রাজু শ্রীবাস্তবকে।
আরও পড়ুন - Laal Singh Chaddha: কেমন হয়েছে 'লাল সিং চাড্ডা'? দেখার পর কী প্রতিক্রিয়া হৃত্বিক-ফারহানদের?
সম্প্রতি রাজু শ্রীবাস্তবের এক বন্ধু, যিনি এইমস হাসপাতালে রয়েছেন, তিনি এই তথ্য প্রকাশ করেছেন। জানিয়েছেন, কমেডিয়ানের জন্য ভয়েস মেসেজ এসেছে বিগ বি-র পক্ষ থেকে। ভয়েস মেসেজে অমিতাভ বচ্চন রাজু শ্রীবাস্তবকে বলছেন, 'ওঠো। এখনও অনেক কাজ করা বাকি রয়েছে।' জানা গিয়েছে, শুধু তাই নয়, অমিতাভ বচ্চন ফোন করেছিলেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তবকেও। জনপ্রিয় কৌতুক অভিনেতার শারীরিক অবস্থার কথা জানতে চেয়েছেন। এবং আশ্বাসও দিয়েছেন যে, দ্রুত সুস্থ হয়ে যাবেন রাজু।
হাসপাতাল সূত্রে রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্য সম্পর্কে যা জানা যাচ্ছে-
আজ হাসপাতাল সূত্রে রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্য সম্পর্কে যা জানা গিয়েছে, তা একেবারেই সন্তোষজনক নয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। প্রসঙ্গত, জিম করাকালীনই হার্ট অ্যাটাক হয় তাঁর। গত বছরের শেষ থেকে বেশ কিছু তারকা এভাবেই শরীরচর্চা করাকালীন অসুস্থ হয়ে পড়েন। তাই এই পরিস্থিতিতে প্রশ্নের মুখে পড়েছে শরীরচর্চা করার নিয়মও। কোন বয়সের ব্যক্তিদের কতটা শরীরচর্চা করা দরকার, সে সম্পর্কেও বিশেষজ্ঞরা নানা মত দিয়েছেন। রাজু শ্রীবাস্তবের অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর অনুরাগী থেকে তাঁর সহ-অভিনেতারা। তাঁরাও রাজুর দ্রুত সুস্থতা কামনা করছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)