Amitabh on Holi 2022: হোলি উপলক্ষে জয়ার সঙ্গে অমিতাভ বচ্চনের বিশেষ ছবিতে মুগ্ধ নেট দুনিয়া
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জয়া বচ্চনের সঙ্গে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ছবিতে দেখা যাচ্ছে, জয়া বচ্চনের হাতে রয়েছে হরেকরকমের রঙের পাত্র দেওয়া একটি থালা।
![Amitabh on Holi 2022: হোলি উপলক্ষে জয়ার সঙ্গে অমিতাভ বচ্চনের বিশেষ ছবিতে মুগ্ধ নেট দুনিয়া Amitabh Bachchan shares endearing picture with wife Jaya Bachchan on Holi Amitabh on Holi 2022: হোলি উপলক্ষে জয়ার সঙ্গে অমিতাভ বচ্চনের বিশেষ ছবিতে মুগ্ধ নেট দুনিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/19/0475ff23134e6a12fa590d89b561b824_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় জুটি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও জয়া বচ্চনের (Jaya Bachchan)। আজ হোলি (Holi 2022) উপলক্ষে যখন সারাদেশ রঙের উতসব উদযাপন করছে, তখন বিশেষ ছবি শেয়ার করে অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জয়া বচ্চনের (Jaya Bachchan) সঙ্গে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ছবিতে দেখা যাচ্ছে, জয়া বচ্চনের হাতে রয়েছে হরেকরকমের রঙের পাত্র দেওয়া একটি থালা। জয়ার কপালে টিকা লাগিয়ে দিতে যাচ্ছেন অমিতাভ। অন্যদিকে জয়া বচ্চনও হাত তুলছেন অমিতাভকে টিকা পরিয়ে দেওয়ার জন্য। ছবি পোস্ট করে বলিউডের শাহেনশাহ লিখেছেন, 'হোলির (Holi 2022) অনেক অনেক শুভকামনা।'
প্রসঙ্গত, গত বছর অনুরাগীদের করবা চৌথের শুভেচ্ছা জানানোর জন্যও একটি বিশেষ ছবি বেছে নেন অমিতাভ বচ্চন। করবা চৌথের বিশেষ দিনে জয়া বচ্চনের সঙ্গে একটি রোম্যান্টিক এবং ভালোবাসায় ভরা ছবি পোস্ট করেন তিনি। ছবিটি তাঁর জনপ্রিয় 'কভি খুশি কভি গম' ছবির একটি দৃশ্য। যেখানে জয়া বচ্চনকে করবা চৌথের দিন আলিঙ্গন করতে দেখা যাচ্ছে তাঁকে। এমন বিশেষ দিনে এমন বিশেষ ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানান বিগ বি। যা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা।
আরও পড়ুন - Bipasha Basu: বিপাশা বসুর হোলি স্পেশাল ভিডিও জল্পনা বাড়াল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার
ভারতীয় চলচ্চিত্রের জগতের উল্লেখযোগ্য নাম হয়ে চিরকাল থেকে যাবেন অমিতাভ বচ্চন। আজও তিনি যদি পর্দায় থাকেন, তাহলে যেকোনও সুপারহিট তারকার আলোও ফিকে হয়ে যায়। পাশাপাশি জয়া বচ্চনের সঙ্গে তাঁর রূপকথার মতো প্রেম কাহিনী কারও অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অমিতাভ বচ্চন। যেকোনও প্রসঙ্গে নিজের মতামত দেওয়া হোক কিংবা কাউকে শুভেচ্ছা জানানো, অমিতাভ বচ্চন সবসময় সোশ্যাল মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করে থাকেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)