![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kaun Banega Crorepati 15: অমিতাভ বচ্চনের অনুষ্ঠানে ১ কোটি জিতল খুদে ময়ঙ্ক, কে এই 'জুনিয়র কোটিপতি'?
Amitabh Bachchan: ময়ঙ্কের বুদ্ধি ও জ্ঞান দেখে অমিতাভ বচ্চন তাকে প্রশ্ন করেন, 'আপনি এসব কোত্থেকে পড়েছেন?' এমনকী ময়ঙ্কের বাবা-মাকেও হতবাক শাহেনশাহ্ জিজ্ঞেস করেন যে ওর এত জ্ঞান কীকরে?
![Kaun Banega Crorepati 15: অমিতাভ বচ্চনের অনুষ্ঠানে ১ কোটি জিতল খুদে ময়ঙ্ক, কে এই 'জুনিয়র কোটিপতি'? amitabh bachchan show kaun banega crorepati 15 junior meet youngest crorepati mayank know in details Kaun Banega Crorepati 15: অমিতাভ বচ্চনের অনুষ্ঠানে ১ কোটি জিতল খুদে ময়ঙ্ক, কে এই 'জুনিয়র কোটিপতি'?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/fc4e3cb0789912e29c3022a15179faa91701191422480229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এক খুদের বুদ্ধিতে হতবাক হলেন 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati) সঞ্চালক ও তারকা অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দর্শকও খুবই পছন্দ করছেন খুদে প্রতিযোগীদের। এবার এই অনুষ্ঠান আরও আকর্ষণীয় হতে চলেছে। অনুষ্ঠানের সবচেয়ে ছোট কোটিপতিকে পাওয়া গেছে এবং সে ১ কোটি টাকা জিতে ৭ কোটির প্রশ্নে পৌঁছে গেছে। কে ইতিহাস গড়া এই সর্বকনিষ্ঠ জুনিয়র কোটিপতি? কী নাম তার?
১ কোটি টাকা জয়ী ময়ঙ্ক কে?
আজকাল বিগ বি-র উল্টোদিকে হটসিটে বসেন ময়ঙ্ক (Mayank)। হরিয়ানার মহেন্দ্রগড়ের বাসিন্দা ময়ঙ্ক। ১২ বছর বয়সী ময়ঙ্ক অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা দিল্লি পুলিশের হেড কনস্টেবল। শোয়ের একটি প্রোমো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানেই স্পষ্ট ময়ঙ্কের বুদ্ধি ও জ্ঞান দেখে চমকে গিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। ময়ঙ্ক মনে করে যে জ্ঞানই এমন একটি জিনিস যার দাম আছে।
ময়ঙ্কের জ্ঞান দেখে হতবাক অমিতাভ বচ্চন
ময়ঙ্কের বুদ্ধি ও জ্ঞান দেখে অমিতাভ বচ্চন তাকে প্রশ্ন করেন, 'আপনি এসব কোত্থেকে পড়েছেন?' এমনকী ময়ঙ্কের বাবা-মাকেও হতবাক শাহেনশাহ্ জিজ্ঞেস করেন যে ওর এত জ্ঞান কীকরে? তারকার প্রশ্ন শুনে ময়ঙ্কের বাবা বলেন, 'স্যর, ওঁর শিক্ষকেরাও হতবাক হয়ে যান। দুই দিন পর কী পড়ানো হবে, ও সেই ব্যাপারে অগ্রিম জিজ্ঞেস করে নেয়।'
View this post on Instagram
এখন ময়ঙ্ক ৭ কোটি টাকার প্রশ্ন পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন দেখার অপেক্ষা এটাই যে নিজের জ্ঞানের ভাণ্ডারের সাহায্যে ময়ঙ্ক কি ৭ কোটি টাকার উইনিং অ্যামাউন্ট জিততে পারেন কি না।
শোয়ে ময়ঙ্কের সঙ্গে প্রচুর গল্প করেন অমিতাভ। নিজের উচ্চতা নিয়েও কথা বলে খুদে ময়ঙ্ক। অন্যদিকে, রাজ্যের ছেলে তাঁর জ্ঞানের জোরে ১ কোটি টাকা পেয়েছে সেই খুশির খবর নিজের ট্যুইটারে পোস্ট করে খুদে ও তার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল।
हरियाणा के महेंद्रगढ़ के लाल, आठवीं कक्षा के होनहार छात्र मयंक ने KBC जूनियर में अपने ज्ञान और कौशल से 1 करोड़ रुपये की राशि जीतकर प्रदेश का नाम रोशन किया है।
— Manohar Lal (@mlkhattar) November 27, 2023
जीनियस बेटे के पिता से फ़ोन पर बात कर उन्हें बधाई दी और मयंक के उज्जवल भविष्य की कामना की। pic.twitter.com/NjDeKo4xD3
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)