এক্সপ্লোর
'সবার সামনে আমি নতমস্তক', সোমবার হাসপাতাল থেকে অনুরাগীদের বার্তা অমিতাভের
ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বচ্চন পরিবারের বাংলো। বৃহন্মুম্মই পুরসভার তরফে জানানো হয়েছে, বচ্চন পরিবারের কর্মচারীদের বাড়িতেই কোয়ারেন্টিনে রাখার কথা বিবেচনা করা হচ্ছে।

মুম্বই: করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। ফুসফুসে সংক্রমণ ধীরে ধীরে কমছে। অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হচ্ছে। করোনা আক্রান্ত অভিষেক বচ্চনেরও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে, ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বচ্চন পরিবারের বাংলো। বৃহন্মুম্মই পুরসভার তরফে জানানো হয়েছে, বচ্চন পরিবারের কর্মচারীদের বাড়িতেই কোয়ারেন্টিনে রাখার কথা বিবেচনা করা হচ্ছে। বচ্চন পরিবারের ২৬ জন কর্মীরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কন্ট্যাক্ট ট্রেসিং অনুযায়ী ৫৪ জন অমিতাভর সংস্পর্শে আসেন। আগেই ২৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। জলসার ২৬ জন কর্মীকেও ১৪ দিনের কোয়ান্টিনের নির্দেশ। হাসপাতালেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অমিতাভ বচ্চন। সকলের শুভকামনার জবাব দিয়েছেন। সোমবার রাতে নানাবতী হাসপাতাল থেকে তাঁর বার্তা - 'প্রার্থনা আর আবেগের ধারায় স্নেহের বাঁধন ভেঙেছে। ভালবাসার এই বন্যায় ভেসে গিয়েছি আমি। আমার একাকীত্বের অন্ধকার দূর করেছে আপনাদের ভালবাসার আলো। ব্যক্তিগতভাবে প্রত্যেককে কৃতজ্ঞতা জানাতে না পারলেও আপনাদের সবার সামনে আমি নতমস্তক।
T 3593 -
प्रार्थनाओं, सद भावनाओं की मूसलाधार बारिश ने
स्नेह रूपी बंधन का बांध तोड़ दिया है ;
बह गया, तर कर दिया मुझे इस अपार प्यार ने,
मेरे एकाकी पन के अंधेरे को जो तुमने,
प्रज्वलित कर दिया है
व्यक्तिगत आभार मैं व्यक्त न कर पाउँगा ,
बस शीश झुकाके नत मस्तक हूँ मैं ????
— Amitabh Bachchan (@SrBachchan) July 13, 2020
অমিতাভ বচ্চনের শারীরিক সুস্থতার কামনায় দেশের বিভিন্ন জায়গায় অনুরাগীরা প্রার্থনা, যজ্ঞ করছেন। যজ্ঞ করে অমিতাভের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুম্বইয়ের ডাব্বাওয়ালারা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















