Anant Radhika Pre-Wedding: জামনগরে পা রাখলেন পপ তারকা রিহানা, পারফর্ম করবেন অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে?
Rihanna Reaches Jamnagar: বৃহস্পতিবার ভারতে পা রাখলেন রিহানা। গন্তব্য গুজরাতের জামনগর। সূত্রের খবর, আন্তর্জাতিক পপ তারকা রিহানা পারফর্ম করবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে।
নয়াদিল্লি: সেজে উঠেছে জামনগর। আম্বানিপুত্র অনন্তের (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন চলছে জোর কদমে (pre wedding ceremony)। তারকাখচিত অনুষ্ঠানের আমন্ত্রিতের তালিকা। দেশ বিদেশের একাধিক নামী দামি ব্যক্তিত্বের মধ্যে আজ হাজির পপ তারকা রিহানাও (Popstar Rihanna)। শোনা যাচ্ছে তিনি পারফর্ম করবেন অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে।
ভারতে রিহানা, পৌঁছলেন জামনগরে
বৃহস্পতিবার ভারতে পা রাখলেন রিহানা। গন্তব্য গুজরাতের জামনগর। সূত্রের খবর, আন্তর্জাতিক পপ তারকা রিহানা পারফর্ম করবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে। তারকা গায়ক অরিজিৎ সিংহ, অজয়-অতুল, দিলজিৎ দোসানজ বা বিখ্যাত জাদুকর ডেভিড ব্লাইনের সঙ্গে মঞ্চ ভাগ করবেন রিহানা, খবর তেমনই। এর আগে তারকা শিল্পীর টিম এসে পৌঁছেছেস সেই সঙ্গে তাঁদের বিশাল মালপত্র নজর কেড়েছে সকলের যার মধ্যে ছিল বিশালাকার বাক্স ও কার্টন।
এদিন রিহানাকে দেখা গেল কালো ছাপা টপ ও বেগুনি রঙের কার্গো প্যান্ট পরে। সেই সঙ্গে কোমরে একটু কাপড় বেঁধেছিলেন এবং একটি ছোট কালো পার্স ছিল। সকলেই তাঁর অপেক্ষার প্রহর গুনছিলেন এবং এসে পৌঁছতেই উচ্ছ্বাস প্রকাশ করেন। উষ্ণ অভ্যর্থনায় কোনও ত্রুটি রাখা হয়নি। এর আগে তাঁর টিম যখন এসে পৌঁছয় তখন তাঁদেরও গুজরাতের ঐতিহ্যবাহী গরবা ও ডান্ডিয়ার মাধ্যমে স্বাগত জানানো হয়।
🎥: Rihanna arrived in India for her performance at Anant Ambani & Radhika Merchant’s pre-wedding ceremony. pic.twitter.com/DnzujDJIBK
— 𝖌𝖆𝖇 (@gabgonebad) February 29, 2024
আরও পড়ুন: Top OTT Releases: 'মহারানি ৩' থেকে 'সানফ্লাওয়ার ২', আগামী সপ্তাহের অন্যতম সেরা ৫ ওটিটি রিলিজ!
Look at Rihanna Reaction as she is arrives at Jamnagar to perform at Anant Ambani Radhika Merchant Wedding 😍 #AnantAmbani #RadhikaMerchant #MukeshAmbani #AnantRadhikaWedding pic.twitter.com/bE0fcgxHRF
— Rosy (@rose_k01) February 29, 2024
রিহানা ছাড়াও অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছে মেটা সিইও মার্ক জাকারবার্গ, মর্গ্যান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফট স্রষ্টা বিল গেটস, ডিজনি সিইও বব আইগার, ব্ল্যাকরক সিইও ল্যারি ফিঙ্ক, প্রমুখ একাধিক বড় নাম। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে এই প্রাক-বিবাহ অনুষ্ঠান। চলবে নাচ, গান, একাধিক অনুষ্ঠান ও সেই সঙ্গে এলাহি খাওয়া দাওয়া। তিন দিন ধরে চলা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য থাকবে বিশেষ ড্রেস কোড, যাতে দেশবিদেশ থেকে আসা সমস্ত অতিথি ভারতীয় ঐতিহ্যে গা ভাসাতে পারেন অনায়াসেই। ইতিমধ্যেই জামনগরে পৌঁছেছেন সলমন খান, সপরিবারে শাহরুখ খান, রণবীর কপূর, আলিয়া ভট্ট প্রমুখ। বুধবার, বিশেষ এক অন্ন-সেবা উৎসবের আয়োজন করা হয়েছিল অম্বানি পরিবারের তরফ থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।