Anirban Bhattacharya: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে রংমিলান্তি পোশাকে আমেরিকা পাড়ি অনির্বাণ-মধুরিমার, ভাইরাল ছবি
Anirban Bhattacharya Divorce: ২০২০ সালের ২৬ নভেম্বর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারের লোকজনের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। দীর্ঘদিনের সম্পর্কে পড়ে আইনি সিলমোহর।
কলকাতা: নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই ভালবাসেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya)। তবে তারকাদের জীবন নিয়ে আলোচনা, জল্পনা হবে না তা কখনও সম্ভব? তেমনই জল্পনার পাহাড় অভিনেতার বৈবাহিক জীবন নিয়েও। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, স্ত্রী মধুরিমা গোস্বামীর (Madhurima Goswami) সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না তাঁর। এই সমস্ত জল্পনার ফাঁকেই একসঙ্গে, এক ফ্রেমে দেখা মিলল দম্পতির। কোথায় চললেন?
জল্পনায় জল... স্ত্রীকে সঙ্গে নিয়েই মার্কিন মুলুকে পাড়ি অনির্বাণের
তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে, প্রায়ই টলিপাড়ায় কান পাতলে এমন গুঞ্জন শোনা যায়। পর্দায়, মঞ্চে অভিনয়ের মাধ্যমে, গানে, পরিচালনায় শত শত মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর কাজের পাশাপাশি তাঁর ব্য়ক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ কম নয়। ওদিকে, তাঁর স্ত্রী মধুরিমা গোস্বামী। মঞ্চে দাপিয়ে বেড়ালেও, মিডিয়ার ক্যামেরার ঝলকানি থেকে নিজেকে দূরেই রাখেন খানিক। এছাড়া ব্য়ক্তিগত জীবন, ব্যক্তিগতই থাকুক, এমনই চান তাঁরা দু'জনেই। ফলে বহুদিন একসঙ্গে একফ্রেমে দেখা মেলেনি অনির্বাণ ও মধুরিমার। যা তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে ঘি ঢেলেছে।
তবে সোমবার সকালে পোস্ট হওয়া কিছু ছবি সেই জল্পনায় ঢালল জল। বউয়ের হাত ধরে শিকাগো পাড়ি দিলেন অনির্বাণ ভট্টাচার্য। 'নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স' (NABC 2024)-এ যোগ দিতে আমেরিকায় গেলেন সস্ত্রীক 'অথৈ'। দু'জনকেই এদিন কালো টিশার্ট পরে গাড়ি থেকে নেমে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায়। একসঙ্গে ছবি তোলেন তাঁরা। ফলে স্পষ্ট, বিচ্ছেদ নয়, একেবারে হাতে হাত ধরে তাঁরা রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা মিলল, সৌরসেনী মৈত্র, সোহিনী সরকার, অরিন্দম শীল, কমলেশ্বর মুখোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায় প্রমুখ টলিপাড়ার একাধিক চেনা মুখকে।
View this post on Instagram
২০২০ সালের ২৬ নভেম্বর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। দীর্ঘদিনের সম্পর্কে পড়ে আইনি সিলমোহর। থিয়েটারের হাত ধরেই তাঁদের আলাপ। অতিমারীর রেশ খানিক কাটতেই বিয়ে সেরেছিলেন সীমিত আমন্ত্রিতদের নিয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।