Anirban Ishaa: গায়কের চরিত্রে অনির্বাণ? ইশার 'মিথ্যে প্রেমের গান'-এর ঝলকে 'রকস্টার' -এর ছায়া
Mitthye Premer Gaan: 'আমি তোমার মতোই পলাতক.. নিজের যন্ত্রণা গেয়েছি।' অনির্বাণের ভরাট গলায় এই সংলাপ আর ঝাপসা মঞ্চের একটা ছবি যেন ইঙ্গিত দেয় তাঁর চরিত্র একজন সঙ্গীতশিল্পী

কলকাতা: 'ডিটেকটিভ'-এর জুটি এবার প্রেমের গল্পে। শুধুই কী প্রেম বা গল্প, নাম থেকে শুরু করে ছবির গল্প সুরে সুরে বাঁধা। আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে ইশা সাহা (Ishaa Saha), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya), সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) অভিনীত নতুন সিনেমা 'মিথ্যে প্রেমের গান' (Mithye Premer Gaan)।
সদ্য যে টিজার মুক্তি পেয়েছে, সেটা দর্শককে মনে করিয়ে দেবে ২০১১ সালের বলিউড সিনেমা রকস্টার (Rockstar)-এর কথা। রণবীর কপূর (Ranbir Kapoor), নার্গিস ফকরি (Nargis Fakhri) অভিনীত এই ছবির গল্প ছিল প্রেম আর গান নিয়ে। প্রেমিকাকে হারিয়ে গায়ক হওয়ার স্বপ্নপূরণ হয় রণবীরের। মনখারাপই যেন সুর নিয়ে আসে তাঁর জীবনে। আর সদ্য মুক্তি পাওয়া টিজারেও অনির্বাণের গলায় ফুটে উঠল সেই বিচ্ছেদের বেদনা।
আরও পড়ুন: Nusrat Jahan Birthday: হ্যারি পটার থিমের কেক আনলেন যশ, কেমন কাটল নুসরতের জন্মদিন?
'আমি তোমার মতোই পলাতক.. নিজের যন্ত্রণা গেয়েছি।' অনির্বাণের ভরাট গলায় এই সংলাপ আর ঝাপসা মঞ্চের একটা ছবি যেন ইঙ্গিত দেয় তাঁর চরিত্র একজন সঙ্গীতশিল্পীর। আর কোনও চরিত্রের ঝলক দেখা যায়নি টিজারে। ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে নতুন বাংলা ছবি 'মিথ্যে প্রেমের গান'।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
