খবরে প্রকাশ, সুশান্তের বিশ্বাসভঙ্গের ফলে মদে আসক্ত হয়ে পড়েন অঙ্কিতা। অচিরেই তাঁদের সম্পর্কে ইতি টানতে হয়। যদিও, নিজের মদে আসক্তির কথা স্বীকার করেননি অঙ্কিতা। অন্যদিকে, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে রাজি হননি সুশান্ত।
2/8
সেখানে সুশান্ত সিংহ রাজপুত ‘কাই পো চে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। বর্তমানে, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুশান্ত। এখানে বলে দেওয়া দরকার, দু বছর আগে সুশান্ত ও অঙ্কিতার ব্রেক আপ হয়।
3/8
এই সিরিয়ালেই অঙ্কিতার বিপরীতে ছিলেন সুশান্ত। দুজনের রসায়ন দর্শকদের দারুন পছন্দ ছিল। পাশাপাশি, রিয়েল লাইফে তাঁদের সম্পর্ক নিয়েও জোর চর্চা হতো। সেই সময় খবর ছিল যে, সুশান্তের সঙ্গে লিভ-ইন করছেন অঙ্কিতা। খুব শীঘ্রই কঙ্গনা রানাউতের সঙ্গে ‘মণিকর্নিকা’ ছবিতে দেখা যাবে অঙ্কিতাকে।
4/8
সূত্রের খবর, এই সম্পর্ক নিয়ে দুজনই ভীষণই সিরিয়াস। যদিও, অঙ্কিতা এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। একতা কপূরের সিরিয়াল ‘পবিত্র রিশতা’-য় অর্চনা চরিত্রের পর থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন জনপ্রিয় হন।
5/8
খবর অনুযায়ী, অঙ্কিতা ও ভিকি মুম্বইয়ের একটি কমপ্লেক্সে একসঙ্গে থাকেন। তাঁদের এই সম্পর্কের কথা কেবলমাত্র এই যুগলের ঘনিষ্ঠজনেরাই জানেন।
6/8
অঙ্কিতা ও ভিকির সম্পর্ক নিয়ে বলা হচ্ছে, যে হোলির একটি অনুষ্ঠানে দুজনের দেখা হয়। তখন থেকেই না কি তাঁদের অ্যাফেয়ার চলছে। বলে দেওয়া যাক, স্পোর্টস নির্ভর রিয়্যালিটি শো বক্স ক্রিকেট লিগের টিম ‘মুম্বই টাইগার্স’-এর অন্যতম যুগ্ম-কর্ণধার।
7/8
তবে, এবার অভিনেতা নন, এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কিতা বলে জানা গিয়েছে। খবরে প্রকাশ, বর্তমানে মুম্বইয়ের ব্যবসায়ী ভিকি জৈনকে ডেট করছেন অঙ্কিতা।
8/8
কিছুদিন আগেই অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে ব্রেক-আপ হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। সেই সময় খবরের শিরোনামে এসেছিলেন অঙ্কিতা। ফের একবার, নতুন সম্পর্কের জল্পনা নিয়ে খবরে হাজির এই অভিনেত্রী।