Anupam Roy: অরিজিতের বাড়িতে হঠাৎ অনুপম, নিছক আড্ডা নাকি নতুন কাজের পরিকল্পনা?
Arijit Singh: এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই কার্যত ভাইরাল। অনুরাগীরা প্রত্যাশা করছেন, তবে কি নতুন গানের পরিকল্পনা করছেন এই দুই শিল্পী?
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় দুই সঙ্গীতশিল্পীর ছবি। অনুপম রায় (Anupam Roy) ও অরিজিৎ সিংহ (Arijit Singh)। ব্যস্ত দিনের শেষে, হঠাৎই আড্ডার সুযোগ হয়েছিল দুই শিল্পীর। হঠাৎ কলকাতা ছেড়ে মুর্শিদাবাদে, অরিজিতের বাড়িতে কেন হাজির হয়েছিলেন অনুপম? তবে কি 'বাউন্ডুলে ঘুড়ি'-র স্মৃতি উস্কে আসছে নতুন কোনও গান?
সদ্য মুক্তি পাওয়া ছবি 'দশম অবতার'-এর গান 'বাউন্ডুলে ঘুড়ি'-এখনও ঘুরছে দর্শকদের মুখে মুখে। অনুপমের পরিচালনায় এই গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংহ। তবে কেবল এই গানটি নয়, দীর্ঘদিন ধরেই একসঙ্গে কাজ করেছেন এই দুই সঙ্গীতশিল্পী। অনুপম যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানেও ক্যাপশানে তিনি লিখেছেন 'বাউন্ডুলে ঘুড়ি'।
এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই কার্যত ভাইরাল। অনুরাগীরা প্রত্যাশা করছেন, তবে কি নতুন গানের পরিকল্পনা করছেন এই দুই শিল্পী? আসল বিষয়টা ঠিক কী? এবিপি লাইভকে (ABP Live) অনুপম বললেন, 'আমি মুর্শিদাবাদে শো করতে গিয়েছিলাম। একেবারে অরিজিতের পাড়ায়। এরপরে ও আমায় আমন্ত্রণ জানিয়েছিল। দেখা হল, আড্ডা হল.. তবে সবটাই ব্যক্তিগত । এদিন কাজ নিয়ে কোনও কথা হয়নি। শো করে আমিও ক্লান্ত ছিলাম। ফলে এই গল্পে কাজের কথা এক্বেবারে বাদ।' দুই সঙ্গীতশিল্পীর কাছ থেকে দর্শকদের প্রত্যাশা তো সবসময়েই থাকে। সামনেই কি তাঁদের দুজনের একসঙ্গো কোনও প্রোজেক্ট আসতে চলেছে? অনুপম বলছেন, 'অবশ্যঅ আসবে। ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করব আমরা।' জিয়াগঞ্জে গোটা টিমের সঙ্গেও আরেকটি ছবি শেয়ার করে নিয়েছেন অনুপম। সেখানে ক্যাপশানে তিনি লিখেছেন, 'মনের মানুষ'।
প্রসঙ্গত, সামনেই বইমেলায় মুক্তি পাচ্ছে অনুপম রায়ের নতুন বই, 'ম্যাকি ৩'। এই সিরিজের আগের দুটি বই মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। অনুরাগীদের মধ্যে যেমন জনপ্রিয় তাঁর গান, সুর.. তেমনই অনুপমের লেখার অনুরাগীও কিছু কম নয়।
View this post on Instagram
আরও পড়ুন: Ditipriya Roy: হাতে ছবি-ওয়েব সিরিজের কাজ, এর মধ্যেই ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।