এক্সপ্লোর
Advertisement
নিজের ছবির প্রযোজনা ও প্রচার করতে আমি সক্ষম, ‘ফিলাউরি’র সঙ্গে কোনওভাবে যুক্ত নন বিরাট: অনুষ্কা
মুম্বই: অনুষ্কা শর্মার নিজের প্রযোজনার দ্বিতীয় ছবি ‘ফিলাউরি’র ট্রেলর মুক্তির সঙ্গে সঙ্গেই এর বিষয়ের জন্য সকলের নজর কেড়েছে। তারপরই শোনা গিয়েছিল এই ছবির জন্যে বিশেষ কিছু করতে চলেছেন অনুষ্কার বয়ফ্রেন্ড বিরাট কোহলি। কিন্তু এই খবর সম্পূর্ণ ভুল এবং সংবাদমাধ্যমের উদ্দেশ্যে তোপ দেগে নায়িকার মন্তব্য, ‘আমার নিজের ছবি আমি নিজে প্রযোজনা ও প্রচার করতে সক্ষম। আমার তারজন্যে কারও সাহায্য লাগবে না’।
যাঁরা এধরনের দাবি করছিল যে কোহলি এই ছবির প্রচারে বিশাল ভূমিকা নিতে চলেছেন, তাঁদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায়ে নিজের বিরক্তি প্রকাশ করে অনুষ্কার মন্তব্য এই ছবি যৌথভাবে প্রযোজনা করছে ফক্স স্টার হিন্দি এবং ক্লিন স্টেট ফিল্মস। তারপর ২৯ বছরের অভিনেত্রী স্পষ্ট বক্তব্য যেসমস্ত টিভি চ্যানেল, খবরের কাগজ এবং ওয়েবসাইট এধরনের দাবি করেছেন, তাঁরা কিছু প্রকাশের আগে এরপর থেকে অবশ্যই খবরের সত্যতা যাচাই করে নেবেন। তিনি আরও বলেন, সূত্র উল্লেখ করে এধরনের ভুল খবর ভবিষ্যতে প্রচার করবেন না। কারণ, এর জেরে তাঁর ও ‘ফিলাউরি’র টিমের পরিশ্রমকে অসম্মান করা হয়। অনুষ্কার দাবি, আজ তিনি যেখানে পৌঁছেছেন সেটা নিজের যোগ্যতাতে পৌঁছেছেন। বহু মানুষ আছে যাঁরা সেটা মেনে নিতে পারেন না। তাই নিজেদের ভাবনা মিশিয়ে এধরনের অপপ্রচার করে অন্যের পরিশ্রমকে অসম্মান করেন। এই ধরনের লোকই মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কথা বলেন, আবার তাঁরা ছবি করলে, সেটা মেনে নিতেও পারেন না, মন্তব্য অনুষ্কার। সংবাদমাধ্যমের লোকেদের কাছে এটা সামান্য একটা খবর হলেও, তাঁরা কারও জীবন ও কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলছেন এটা বোধহয় বুঝতে পারেননি, সোশ্যাল মিডিয়ায়ে নিজের পোস্টের শেষে লিখেছেন অনুষ্কা।Putting to rest some rumours that have been doing the rounds for some days now pic.twitter.com/bqS498U1tC
— Anushka Sharma (@AnushkaSharma) February 10, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement