AR Rahaman : বাবা রহমানের মোহিনীর সম্পর্ক, সত্যি? কেন বিচ্ছেদ মা সায়রার সঙ্গে? সবই জানালেন ছেলে আমিন
এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে মোহিনী দে-র সঙ্গে রহমানের সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেন তাঁদের আইনি পরামর্শদাতাও।
গত কয়েকদিন ধরেই তোলপাড় বলিউড। ২৯ বছরের দাম্পত্য থেকে বেরিয়ে আসছেন এআর রহমান। বিচ্ছেদের খবর নিয়ে চর্চা আরও প্রবল হয়েছে রহমানেরই টিম মেম্বার বেসিস্ট মোহিনীর ডিভোর্স ঘোষণার পর। গুঞ্জন, এই বঙ্গললনার জন্যই ঘর ভাঙল রহমানের। তবে এরই মধ্যে মুখ খুলেছেন মোহিনীও। কিন্তু কী ভাবছেন মিউজিক মায়েস্ত্রোর ছেলেমেয়েরা ? মা-বাবার দাম্পত্যে চিড় ধরল কেন ? রহমান অনুরাগীদের আশ্বস্ত করতে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আমিন। সেই সঙ্গে এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে মোহিনী দে-র সঙ্গে রহমানের সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেন তাঁদের আইনি পরামর্শদাতাও।
রহমান পুত্র ইনস্টাগ্রামে লিখেছেন, “আমার বাবা একজন কিংবদন্তি, শুধুমাত্র সঙ্গীতজগতে তাঁর অবিশ্বাস্য অবদানের জন্য নয়, বছরের পর বছর ধরে তিনি যে মূল্যবোধ, সম্মান এবং ভালবাসা অর্জন করেছেন তার জন্য। এখন তাঁরই বিষয়ে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়ানো সত্যি হতাশাজনক।”
“আসুন, আমরা সকলে কারও জীবন এবং উত্তরাধিকার সম্পর্কে কথা বলার সময় সত্য এবং তাঁর সম্মানের কথা মনে রাখি। অনুগ্রহ করে এই ধরনের ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। আসুন তাঁর প্রতি সম্মান রাখি এবং তাঁর মর্যাদা রক্ষা করি এবং আমাদের সকলের উপর তাঁর কাজ যে অবিশ্বাস্য প্রভাব ফেলেছে তার জন্য। #EPI”
এর আগে এ আর রহমান ও পরিবারের আইনি উপদেষ্টা ডিভোর্সের সঙ্গে মোহিনীর কোনোওরকম যোগসূত্র নেই বলেই মন্তব্য করেন। আইনজীবী বন্দনা শাহ রিপাবলিক টিভিকে জানান, এই দুইয়ের মধ্যে কোনও সংযোগ নেই। সায়রা এবং এআর রহমান স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।
যাঁকে নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে, মুখ খুলেছেন তিনিও । শুক্রবারল ইনস্টাগ্রাম স্টোরিতে মোহিনী লেখেন,“গত কয়েক ঘণ্টা ধরে আমি প্রচুর ফোন পাচ্ছি। প্রত্যেকেই আমার কাছে সাক্ষাৎকারের জন্য অনুরোধ করছেন। আমি ভালভাবেই জানি, আসলে তাঁরা কী জানতে চান। অত্যন্ত সম্মানের সঙ্গে সকলকে না বলে চলেছি আমি। কারণ গুজবে কান দেওয়ার মতো সময় আমার নেই। এই ধরনের গুজবে কান দিয়ে নিজের শক্তি ক্ষয় করতে চাই না । আশা করব, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে গোপনীয়তা রক্ষা করবেন সবাই।'
View this post on Instagram
আরও পড়ুন : 'তোমায় নিয়ে লিখতে গেলে শব্দ কম পড়বে', বাবা ভরতের কথা মনে করে বিলাপ রাইমার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।