Bollywood News: অরিজিৎ, শ্রেয়ার পরে আরও একজন! পহেলগাঁও সন্ত্রাসের প্রতিবাদে প্রচার স্থগিত করলেন এই অভিনেতা
Arjun Bijlani: কাশ্মীরের ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে প্রায় গোটা বলিউড ইন্ডাস্ট্রি। এই ঘটনার প্রতিবাদে গানের কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিংহ ও শ্রেয়া ঘোষাল

কলকাতা: পহেলগাঁওতে বেছে বেছে যে হিন্দুনিধন করা হয়েছে, হামলা চালানো হয়েছে নির্দোষ পর্যটকদের ওপর, তার নিন্দায় সরব হয়েছে গোটা দেশ। এর আগেই এই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে প্রায় গোটা বলিউড ইন্ডাস্ট্রি। এই ঘটনার প্রতিবাদে গানের কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিংহ ও শ্রেয়া ঘোষাল। আর এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা অর্জুন বিজলানি (Arjun Bijlani)। নিজের নতুন মিউজিক ভিডিওর প্রচার স্থগিত রেখেছেন তিনি।
পহেলগাঁও আক্রমণ নিয়ে অর্জুন বিজলানীর মন্তব্য : টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা এবং ‘খতরোং কে খিলাড়ি’র বিজয়ী অর্জুন বিজলানী সংবাদ সংস্থা সম্প্রতি আইএএনএস-এর সঙ্গে কথা বলেছেন। কথা বলতে গিয়ে তিনি পহেলগাঁও আক্রমণের নিন্দা করেছেন। তিনি বলেছেন যে তিনি আহত এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ‘জা উসকা হো জা’ মিউজিক ভিডিও প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্জুন তাঁর মিউজিক ভিডিওর প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু পহেলগাঁওতে হওয়া সন্ত্রাসবাদী আক্রমণের কারণে প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, “আমি আমার মিউজিক ভিডিওর প্রচারে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে তা না করার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ‘জা উসকা হো জা’ গানটি আরও ভাল ভাবে প্রচার করব।”
১৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন অর্জুন বিজলানী
১৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন অর্জুন। তিনি জানিয়েছেন যে, এতে কাজ করার মাধ্যমে তিনি তার প্রিয় কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং তার অভিনয় ও সৃজনশীলতার নতুন দিগন্ত অন্বেষণ করার সুযোগ পান। মিউজিক ভিডিও তার অভিনয়ের প্রতি আগ্রহকে জীবন্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্জুন বলেছেন, “আমি অনেক মিউজিক ভিডিও তৈরি করেছি, যা ছোট ছোট গল্প বলে। এটি অভিনয়ের প্রতি আমার আগ্রহকে জীবন্ত রাখে। আসলে এটি ৪ বা ৫ মিনিটের মধ্যে তৈরি একটি ছোট ফিচার ফিল্মের মতো, যেখানে আপনি অভিনয় করেন। আমার মনে হয়, এভাবে বলা গল্পের মিউজিক ভিডিও মানুষ আরও বেশি পছন্দ করেন।”
View this post on Instagram
বিজলানী এমটিভি স্প্লিটসভিলা ১৪ সহ আরও অনেক শো হোস্ট করেছেন
অন্যান্য কাজের কথা বলতে গেলে, অভিনেতা অর্জুন বিজলানী ‘লেফ্ট রাইট লেফ্ট’, ‘মিলে যব হাম তুম’, ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’ এবং ‘ইশ্ক মেন মারজাওয়ান’ যেসব জনপ্রিয় টেলিভিশন শোতে অভিনয় করেছেন তার জন্য পরিচিত। তাকে সর্বশেষ ‘পিয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’ টেলিভিশন শোতে দেখা গিয়েছিল এবং সম্প্রতি তিনি ‘লাফটার শেফস’-এও দেখা দিয়েছেন। বিজলানী ‘এমটিভি স্প্লিটসভিলা ১৪’ সহ অনেক শো হোস্ট করেছেন। অর্জুন রোহিত শেঠীর স্টান্ট ভিত্তিক টেলিভিশন শো ‘খতরোং কে খিলাড়ি’র ১১তম সিজনে অংশ নিয়েছিলেন এবং বিজয়ীও হয়েছিলেন।






















