Malaika Arora: প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, তার মধ্যেই ইঙ্গিতপূর্ণ বার্তা মালাইকার!
Malaika Arora News: মালাইকো অরোরার প্রেম ও সম্পর্ক সবসময়েই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে

কলকাতা: অর্জুন কপূরের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গিয়েছে, এই কথা ইতিমধ্যেই সর্বজন বিদিত। তিনি যে এখন একাই থাকছেন, সেই কথা ইতিমধ্যেই জানে সবাই। তবে এর মধ্যেই, নতুন মানুষের সঙ্গে নাম জড়িয়েছে মালাইকা অরোরার (Malaika Arora)।
কে তিনি? তিনি কুমার সঙ্গকারা (Kumar Sangakkara)।এবার মালাইকা অরোরা ও ক্রিকেটার কুমার সঙ্গকারার ডেটিং গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ‘শক্তিশালী আগামীকাল’ সম্পর্কে একটি অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। সম্প্রতি, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে মালাইকাকে দেখা গিয়েছে, আর সেই থেকে এই ক্রিকেট তারকা ও বলি সুন্দরী খবরের শিরোনামে। মালাইকাকে কুমার সঙ্গকারার সঙ্গে আইপিএল ম্যাচ উপভোগ করতে দেখা যাওয়ার পরই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সঙ্গকারা এর আগে রাজস্থান রয়্যালসের (RR) প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ম্যাচ চলাকালীন তাঁকে দলকে সমর্থন করতে দেখা গিয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হল, মালাইকাও রাজস্থান রয়্যালসের জন্যও উচ্ছাস প্রকাশ করছিলেন, যা তাদের সম্পর্কের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, তবে কি এবার কুমার সঙ্গকারার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন মালাইকা? এর মধ্যেই, 'ছাইয়া ছাইয়া' অভিনেত্রী নিজের যোগব্যায়ামের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আজকের ব্যথা, আগামীকালের জন্য আরও কঠিন হয়ে ওঠা, ফিটনেস মোটিভেশন। অ্যাবস এবং কোর ওয়ার্কআউট’। ভিডিওটিতে, মালাইকা অরোরাকে একটি মাদুরের উপর বিভিন্ন যোগব্যায়াম করতে দেখা গেছে। তিনি প্রায়শই তাঁর শরীরচর্চার ভিডিও পোস্ট করে থাকেন যা অনুরাগীদের নজর কাড়ে।
প্রসঙ্গত, মালাইকো অরোরার প্রেম ও সম্পর্ক সবসময়েই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। মালাইকা অরোরা মানিয়ে নেওয়ার সমস্যার কথা উল্লেখ করে ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ করেছিলেন। আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক ছিল তাঁর। এই দম্পতির আরহান খান নামে একটি ছেলে রয়েছে। কুমার সঙ্গকারার সঙ্গে নাম জড়ানোর আগে তিনি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু ২০২৪ সালে তাঁরা আলাদা হয়ে যান। অভিনেতা তাঁর সিনেমা "সিংহম এগেইন"-এর প্রচারের সময় প্রথম প্রকাশ করেছিলেন তাঁর ও মালাইকার বিচ্ছেদের কথা। তিনি বলেছিলেন, ‘আরাম করুন। আমি এখন সিঙ্গল।’
মালাইকা এবং অর্জুন বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন। ২০১৮ সালে তাঁরা ডেট করা শুরু করেছিলেন। তাদের বিচ্ছেদ সত্ত্বেও অর্জুন মালাইকার দুঃসময়ে তাঁর পাশে ছিলেন। আর এখন মালাইকার সঙ্গে নতুন করে জড়িয়ে গিয়েছে কুমার সঙ্গকারার নাম যা ফের একবার অভিনেত্রীর ব্যক্তিগত জীবনকে শিরোনামে নিয়ে এসেছে।





















