Hera Pheri 3: জল্পনায় সিলমোহর, শুরু হল 'হেরা ফেরি ৩'-এর শ্যুটিং, অভিনয়ে কে কে?
Hera Pheri 3: এর আগে একবার শোনা গিয়েছিল, 'হেরা ফেরি ৩'-এ অক্ষয় কুমার নাকি থাকবেন না। তাঁর জায়গায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে

কলকাতা: বছরের পর বছর পেরিয়ে গেলেও, এখনও ‘হেরা ফেরি’ পর্দায় চললেই মুখে হাসি ফুটে ওঠে না, এমন মানুষ মেলা ভার। দর্শকেরা এখনও পুরনো এই ছবিকেই নতুনের মতো করে ভালবাসা দিয়েছেন। আর এই বছরের শুরুতেই জানা গিয়েছিল, ‘হেরা ফেরি’-র তৃতীয় অধ্যায় আসতে চলেছে। একটি সাম্প্রতিক খবরে, ৬৮ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতা জানিয়েছেন যে তিনি আগামী বছরের কোনও এক সময় ‘হেরা ফেরি ৩’ লেখার পরিকল্পনা করছেন।
সদ্য পাওয়া খবর অনুযায়ী, জানা যাচ্ছে যে প্রধান অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar), সুনীল শেট্টি (Sunil Shetty) এবং পরেশ রাওয়াল (Paresh Rawal) অভিনীত ছবির শ্যুটিং আজ থেকে শুরু হয়েছে। আজই শ্যুট হয়েছে ছবির প্রথম দৃশ্য। প্রযোজনা সংস্থার একটি ঘনিষ্ঠ একটি সূত্র খবরটি নিশ্চিত করে বলেছে, "হ্যাঁ, এটি সত্যি। প্রথম দৃশ্যটি সত্যিই আজ অক্ষয়, সুনীল এবং পরেশের সঙ্গে শ্যুট করা হয়েছে, তাঁরা তাদের আইকনিক ভূমিকায় দর্শককের স্মৃতি ফিরিয়ে আনবে।’
হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৪ -এর সময় অক্ষয় কুমার এই ছবিটিকে ঘিরে গুঞ্জন আরও তীব্র করে তুলেছিলেন। এই ঘোষণার পরে, অনুরাগীরা সোশ্যাল মিডিয়া ভরিয়েছেন মন্তব্যে। আগামীর চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে প্রিয়দর্শন আগেই বলেছিলেন, ‘ হেরা ফেরির তৃতীয় অধ্যায়টি তৈরি করা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ অনেক বেশি প্রত্যাশা থাকবে। চরিত্রগুলি বৃদ্ধ হয়ে গেছে এবং সেই অনুযায়ী গল্প বাঁধতে হবে, মানুষের কাছে তা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে... এগুলি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। দেখি এটা কিভাবে কাজ করে।’
‘হেরা ফেরি’-র প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে। এরপরে হেরা ফেরি ২ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। এরপরে, ১৯ বছর পরে আসতে চলেছে ‘হেরা ফেরি ৩’। সেই কারণে দর্শকদের যে প্রত্যাশা থাবে সে আর নতুন কী?
এর আগে একবার শোনা গিয়েছিল, 'হেরা ফেরি ৩'-এ অক্ষয় কুমার নাকি থাকবেন না। তাঁর জায়গায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। কিন্তু অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের নস্ট্যালজিয়াকে মাথায় রেখে এই ট্রিওকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। এখনও প্রকাশ্যে আসেনি মুক্তির দিন। সবে শ্যুটিং শুরু হয়েছে। শ্যুটিং শেষ হলে খুব তাড়াতাড়ি মুক্তির দিনও প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।






















