এক্সপ্লোর
Advertisement
আমার বায়োপিকে একমাত্র আরিয়ান অথবা অ্যাব্রামই অভিনয় করবে:শাহরুখ
নয়াদিল্লি: বলিউডে এখন বায়োপিকের হিড়িক। নানা ক্ষেত্রের জনপ্রিয় তারকাদের বায়োপিকে অভিনয় করছেন বর্তমান প্রজন্মের অভিনেতারা। কিন্তু বলিউড বাদশা জানিয়ে দিয়েছেন, তাঁর বায়োপিক যদি হয়, তাহলে তাতে অভিনয় করবে আরিয়ান বা অ্যাব্রামই।
বর্তমানে বলিউডে সঞ্জয় দত্তের বায়োপিক থেকে মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক তৈরি হচ্ছে। এই প্রসঙ্গেই সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, তাঁর যদি বায়োপিক তৈরি হয়, তাহলে তিনি কাকে দেখতে চান সেখানে। শাহরুখের মজার উত্তর, সচিন তেন্ডুলকরকে। তারপরই তিনি যোগ করেন, আমি জানি না আমার জীবনটা এতটাও আগ্রহের বিষয় হয়ে উঠতে পারে কিনা। তিনি বলেন, যেসমস্ত বায়োপিক নিয়ে এইমুহূর্তে কাজ হচ্ছে বলিউডে, সেইসমস্ত তারকার জীবনে বহু ওঠাপড়া আছে। তাই সেগুলো ছবি তৈরির ভাল বিষয়।
তবে যদি বায়োপিক হয়, তাহলে নিজের চরিত্রে কাকে দেখতে চান তিনি, জানতে চাওয়া হলে শাহরুখ বলেন, সেটা পরিচালকেরাই ঠিক করবেন। তবে আরিয়ান বা অ্যাব্রাম তাঁর পছন্দ। আপাতত তিনি ‘ফ্যান’-এর মু্ক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। ২৫ বছরের কেরিয়ারে দেশ-বিদেশে বাদশার বহু ফ্যান আছে, কিন্তু বাস্তবে তিনি তাঁর সন্তানদের ভক্ত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement