এক্সপ্লোর
Advertisement
ভিরে দি ওয়েডিং: শুক্রবার মুক্তি পেয়েছে, ছবি দেখে বেরিয়ে এক দর্শকের প্রতিক্রিয়া শুনুন
শুক্রবারই পর্দায় মুক্তি পেয়েছে সোনাম কপূর, করিনা কপূর খান, স্বারা ভাস্কর এবং শিক্ষা তালসানিয়া অভিনীত ‘ভিরে দি ওয়েডিং’ ছবিটি। বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে ছবির রিভিউও। প্রতিক্রিয়া ভিন্ন। বেশিরভাগেরই মতে ছবির ট্রেলর দেখে মনে হয়েছিল, সুন্দরী মহিলাদের নিয়ে ফুল অন এন্টারটেইনমেন্ট একটি ছবি পর্দায় আসতে চলেছে। প্রসঙ্গত, আশা মতো সেই সমস্ত রসদ মজুত থাকলেও, ছবির চিত্রনাট্য খুবই দুর্বল। তবে অনেকেই আবার সেই দাবিকে সমর্থন করছেন না।
ছবি দেখে বেরিয়েই এক দর্শক প্রতিক্রিয়া দিলেন, এবং সেই প্রতিক্রিয়াই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুমিনিটে তিনি ছবি সম্পর্কে একটি স্পষ্ট আইডিয়া সকলকে দিয়ে দিয়েছেন।
- শশাঙ্ক ঘোষ পরিচালিত চার মহিলার জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে করিনা (কালিন্দি), সাক্ষী (স্বারা), অবনী (সোনাম) এবং মীরা (শিক্ষা)। চারটি চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। সে প্রসঙ্গে এক সাধারণ দর্শকের মতামত শুনুন
- ছবির সেট অসাধারণ, ছবিও খুব সুন্দর, গল্পও ভাল, কিন্তু ছবির মধ্যে কোনও অনুভূতি নেই।
- কেউ যদি জীবনে খুব দুঃখ পায়, এবং বড়লোক হয়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই তাইল্যান্ড যেতে পারে। ছবি দেখে তেমনই মনে হয়েছে ওই দর্শকের।
- এই ছবিতে অভিনয় বাদ দিয়ে দেখা গিয়েছে বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপন।
- ছবির গান ভাল কিন্তু, কিন্তু সেটা ইউটিউবেও শুনে নেওয়া যায়। ছবির সঙ্গে গানগুলো মোটেই উপযোগী নয়।
- এছাড়া স্বারা ভাস্কর এই প্রথম দিল্লির বড়লোক মেয়ের চরিত্রে অভিনয় করলেন। কোথাও যেন সেটা মনে দাগ কাটেনি
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement