এক্সপ্লোর
Advertisement
ঠোঁট সার্জারি নিয়ে নেটিজেনদের আক্রমণের পাল্টা চাঁচাছোলা জবাব আয়েষা টাকিয়ার
মুম্বই: সদ্য ঠোঁটে সার্জারি করে নিজের লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন অভিনেত্রী আয়েষা টাকিয়া। তবে এই আক্রমণের মুখে একটুও জেরবার না হয়, নেটিজেনদের পাল্টা জবাব দিলেন অভিনেত্রী। তিনি যা করেছেন বেশ করেছেন, এবং যেমন লুক এখন তাঁর হয়েছে, সেটা নিয়ে তিনি যথেষ্ট স্বচ্ছন্দ, গর্বিত, সেকথাও বলেছেন। নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার পর ইন্সটাগ্রামে আয়েষা তাঁর একাধিক ছবিও পোস্ট করেছেন।
গত দুদিনে টুইটারাইটরা আয়েষার এই নয়া লুক নিয়ে যথেষ্ট ঠাট্টা-তামাশা করেছেন। তার পাল্টা আয়েষা ইন্সটাগ্রামে এই পোস্টটি শেয়ার করেন।
এর ঠিক দুঘণ্টা বাদে তিনি অপর একটি পোস্ট ইন্সটাগ্রামে শেয়ার করে এই হ্যাশট্যাগগুলো দেন “#ayeshatakia #highBun#berryLips #selfietime“
তারপর অভিনেত্রী আরও একটি সাইড ফেসের সেলফি দিয়ে বলেন, তিনি আসলে তাঁর নিজের লুকের প্রেমে পড়েছেন। এবং তিনি আরও বলেন, কারও সমালোচনার মুখে তিনি নিজেকে লুকিয়েও ফেলবেন, বা নিজেকে ফের পাল্টেও ফেলবেন না।#ayeshatakia #highBun #berryLips #selfietime A post shared by Ayesha Takia Azmi (@ayeshatakia) on
তারপর আরও একটি সেলফি দিয়ে তিনি প্রত্যেক নারী, পুরুষের উদ্দেশ্যে বলেন, নিজেকে ভালবাসুন। সমাজে কে কী বলল, সেই কথা নিয়ে ভাবনাচিন্তা করে নিজেকে সকলের আড়ালে রাখবেন না। তিনি মন্তব্য করেন কারও বক্তব্যের প্রভাবে নিজের আত্মবিশ্বাসকে কখনও টলতে দেওয়া উচিৎ নয়। এই পৃথিবীতে মতপ্রকাশের, সমালোচনা করার লোকের অভাব নেই। কিন্তু প্রত্যেক মানুষেরই উচিৎ তাতে কর্ণপাত না করে, নিজের মতো করে এগিয়ে চলা, নিজেকে নিয়ে গর্বিত থাকা।
Crazzzy long arm😜 me takin selfies! Y not lol! #StopSelfieShaming All u girls n guys who love urself enough to take ur own picture and feel good about it should be proud. Don't let anyone tell u to dim ur confidence and self love. We live in a world of judgements and bullying, so we need to rise above that n just be who we are and be proud of it. LOVE URSELF 💋💋💋 #ayeshatakia A post shared by Ayesha Takia Azmi (@ayeshatakia) on
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement