এক্সপ্লোর
দেখুন! ঠোঁটে সার্জারি করিয়ে নিজের কী হাল করেছেন আয়েষা টাকিয়া

মুম্বই: সলমন খানের সঙ্গে ওয়ান্টেড করেছিলেন। ঝুলিতে রয়েছে রোড-এর মত ছবি। খুব একটা ছবি না পেলেও কমপ্লান গার্ল আয়েষা টাকিয়া বলিউডে পরিচিত মুখ। এখন আবার তিনি অভিনয় করছেন বোরিভালি কা ব্রুস লি ছবিতে।
সমাজবাদী পার্টির আবু আজমির ছেলে ফারহানকে বিয়ে করেছেন আয়েষা। ৩ বছরের একটি ছেলেও রয়েছে তাঁর।
কিন্তু এখন আর তাঁকে দেখলে আগের আয়েষাকে খুঁজে পাওয়া মুশকিল। ঠোঁটে সার্জারির পর তাঁকে আর চেনাই যাচ্ছে না।
তাঁর ফ্যানেরাও এই লিপ সার্জারিতে খুবই অসন্তুষ্ট। তাঁদের প্রশ্ন, আয়েষা তো সুখেই ছিলেন। কী এমন ভূতের কিল খেলেন, যে নিজের চেহারাটার এভাবে বারোটা বাজাতে হল।
আয়েষা এখনও এ সব সমালোচনার জবাব দেননি। কিন্তু সত্যি কথা হল, খোদার ওপর খোদকারি করার চেষ্টা না করলেই ভাল করতেন তিনি।
সমাজবাদী পার্টির আবু আজমির ছেলে ফারহানকে বিয়ে করেছেন আয়েষা। ৩ বছরের একটি ছেলেও রয়েছে তাঁর।
কিন্তু এখন আর তাঁকে দেখলে আগের আয়েষাকে খুঁজে পাওয়া মুশকিল। ঠোঁটে সার্জারির পর তাঁকে আর চেনাই যাচ্ছে না।
তাঁর ফ্যানেরাও এই লিপ সার্জারিতে খুবই অসন্তুষ্ট। তাঁদের প্রশ্ন, আয়েষা তো সুখেই ছিলেন। কী এমন ভূতের কিল খেলেন, যে নিজের চেহারাটার এভাবে বারোটা বাজাতে হল।
আয়েষা এখনও এ সব সমালোচনার জবাব দেননি। কিন্তু সত্যি কথা হল, খোদার ওপর খোদকারি করার চেষ্টা না করলেই ভাল করতেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















