Ayushi Talukder: 'প্রিয় মানুষের ছবি একবার মনে গেঁথে গেলে...' ভালবাসার দিনে কার জন্য় এই পোস্ট আয়ুশীর?
এই ছবির হাত ধরেই পরিচালনায় হাতেখড়ি করতে চলেছেন প্রমিতা ভট্টাচার্য।
কলকাতা: এই নিয়ে তৃতীয়বারের জন্য় জুটি বাঁধলেন বনি ও আয়ুশী। পরিচালক প্রমিতা ভট্টাচার্যর এই ছবি মুক্তি পাবে ৩রা মার্চ। তার আগে নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ছবির পোস্টার শেয়ার করে নিলেন ছবির নায়িকা। অর্ণব ভৌমিকের লেখা এই গল্পে বনি-আয়ুসীর পাশাপাশি অভিনয় করেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত। এই ছবিতে সঙ্গীতের দায়িত্ব আছেন অনীক ধর।
ছবির পোস্টার শেয়ার করে আয়ুশী লিখেছেন, প্রিয় মানুষের ছবি একবার মনে গেঁথে গেলে, ফোনের গ্যালারিতে তার ছবি না থাকলেও ভালোবাসা বেঁচে থাকে সারাজীবন।
Archier Gallery releasing on 3rd March !❤️
এই ছবিতে এমন একটি চরিত্রে দেখা যাবে বনি, যার মা মারা যায় ছোটবেলাতেই। বনির বাবার চরিত্রে দেখা যাবে রজতাভকে। অন্য়দিকে কর্পোরেট অফিসে চাকুরিরতার চরিত্রে দেখা মিলবে আয়ুশীর।
আরও পড়ুন... Samadarshi Dutta: ব্য়াঙ্ক ম্য়ানেজারের সঙ্গে সম্পর্কে জড়ালেন লাবনি সরকার, বাধা হয়ে দাঁড়ালেন সমদর্শী
প্রসঙ্গত, পরিচালক রাজা চন্দর ছবি 'আম্রপালি'তেও দেখা গেছিল এই জুটিকে। সেখানে এই দুজন অভিনেতা ছাড়াও ছিলেন সোমরাজ। ত্রিকোণ প্রেমের পাশাপাশি গল্প 'আম্রপালি' রয়েছে রাজনৈতিক টানাপোড়েনের একটি দিকও। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্য়ায়।
এর আগে পরিচালক 'হিরক গড়ের হিরে' ছবিতেও দেখা পাওয়া গেছিল এই জুটির।
দেখুন আয়ুশীর ইন্সটাগ্রাম পোস্ট...