‘দঙ্গল’ কন্যা জায়রা ওয়াসিমের সমর্থনে বলিউডের একাংশ
Anupam Kher lauds Dangal girl Zaira Wasim’s strength: ‘You are my role model’ https://t.co/B7Mburc9Xz via @IndianExpress
— Anupam Kher (@AnupamPkher) January 16, 2017
জায়রার পাশে এসে দাঁড়িয়েছেন বর্ষীয়াণ সুরকার জাভেদ আখতার। আজাদির দাবিতে যারা হইচই করে, তারা কী করে অন্যের আজাদির অধিকার কেড়ে নিতে চায়, সে প্রশ্ন তুলেছেন তিনি।
Those who shout AZADI from the roof tops don't give an iota of AZADI to others .Poor Zaira Waseem had to apologies for her success Shame !!
— Javed Akhtar (@Javedakhtarjadu) January 16, 2017
জায়রাকে সমর্থন করেছেন অভিনেত্রী স্বরা ভাস্করও।
To those demanding #Azadi in #Kashmir. U seem fundamentally undemocratic, bigoted n incapable of respecting any1 else's freedom #ZairaWasim
— Swara Bhaskar (@ReallySwara) January 16, 2017
কিন্তু এর মধ্যেই খামোখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে বিতর্ক ডেকে এনেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। টুইটারে বহু মানুষ অনুরাগকে প্রশ্ন করেন, ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় মেরিল স্ট্রিপের উচ্ছ্বসিত প্রশংসা করা অনুরাগ কেন এত বড় ইস্যুতে জায়রার পাশে দাঁড়াচ্ছেন না। জবাবে অনুরাগের টুইট
The whole troll army is out.. @narendramodi sir.. Amazing people you follow.. Pride of the nation.. Did you conduct private classes for them
— Anurag Kashyap (@anuragkashyap72) January 16, 2017
অনুরাগের এই বাঁকা মন্তব্য টুইটার জনতা ভালভাবে নেয়নি। শুরু হয় সমালোচনার ঝড়।
.@anuragkashyap72 Targeting @bhak_sala in the name of trolls who affected Zaira, was not fair Sir! You should've made a general statement.
— Neeche Se Topper (@NeecheSeTopper) January 16, 2017
@anuragkashyap72 @NeecheSeTopper @bhak_sala Do you even know what Radical Islamists are and what they do? You refer to them so casually! ????
— Pinkman (@ap141994) January 16, 2017
@anuragkashyap72 That I'm not sure but do 'liberals' like you take private classes of the fanatics bollywood shamelessly keep quiet to?
— সৌম্য (@Bunga_Bunga_69) January 16, 2017