এক্সপ্লোর
মহা শিবরাত্রিতে রাজামৌলি প্রকাশ্যে আনলেন ‘বাহুবলী ২’-এর নয়া পোস্টার

চেন্নাই: বহু প্রতীক্ষিত ‘বাহুবলী ২’-এর নয়া পোস্টার মুক্তি পেল। মহা শিবরাত্রির দিন প্রভাসের যুদ্ধরত রূপ টুইটারে প্রকাশ্যে আনলেন ছবির পরিচালক এস এস রাজামৌলি। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন। গত বছর নভেম্বরে ছবিটির প্রথম পোস্টার মুক্তি পায়। তারপর থেকেই এটি নিয়ে কৌতূহলের পারদ চড়ছে।
Saahore Baahubali..... Happy Maha Shivaratri. #Baahubali2 #WKKB pic.twitter.com/fjiizlrDNB
— rajamouli ss (@ssrajamouli) February 24, 2017
শোনা যাচ্ছে, ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘বাহুবলী ২’-র ট্রেলার। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পায় ২০১৫-য়। সব রেকর্ড হেলায় ভেঙে ফেলা এই ছবি গোটা বিশ্বে ৬০০ কোটি টাকার ব্যবসা করে। তবে রাজামৌলির দাবি, বাহুবলীর দ্বিতীয় পর্ব প্রথমটিকে ম্লান করে দেবে। ২৮ এপ্রিল মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















