এক্সপ্লোর
মহা শিবরাত্রিতে রাজামৌলি প্রকাশ্যে আনলেন ‘বাহুবলী ২’-এর নয়া পোস্টার

চেন্নাই: বহু প্রতীক্ষিত ‘বাহুবলী ২’-এর নয়া পোস্টার মুক্তি পেল। মহা শিবরাত্রির দিন প্রভাসের যুদ্ধরত রূপ টুইটারে প্রকাশ্যে আনলেন ছবির পরিচালক এস এস রাজামৌলি। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন। গত বছর নভেম্বরে ছবিটির প্রথম পোস্টার মুক্তি পায়। তারপর থেকেই এটি নিয়ে কৌতূহলের পারদ চড়ছে।
Saahore Baahubali..... Happy Maha Shivaratri. #Baahubali2 #WKKB pic.twitter.com/fjiizlrDNB
— rajamouli ss (@ssrajamouli) February 24, 2017
শোনা যাচ্ছে, ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘বাহুবলী ২’-র ট্রেলার। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পায় ২০১৫-য়। সব রেকর্ড হেলায় ভেঙে ফেলা এই ছবি গোটা বিশ্বে ৬০০ কোটি টাকার ব্যবসা করে। তবে রাজামৌলির দাবি, বাহুবলীর দ্বিতীয় পর্ব প্রথমটিকে ম্লান করে দেবে। ২৮ এপ্রিল মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















