এমিরেটস-এর বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ ‘বাহুবলি’ প্রযোজকের

হায়দরাবাদ: এমিরেটস বিমানসংস্থার বিরুদ্ধে ‘অভদ্র’ ও ‘বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তুললেন ‘বাহুবলি: দ্য কনক্লুশান’-এর প্রযোজক।
৪৬ বছরের শোবু ইয়ার্লাগাড্ডা টুইটারে জানান, দুবাই থেকে হায়দরাবাদ ফেরার সময় এই বিমানসংস্থার কর্মীরা কীভাবে তাঁর টিমের সঙ্গে ব্যবহার করছেন।
তিনি লেখেন, এমিরেটসের ইকে ৫২৬ বিমানে হায়দরাবাদ যাচ্ছি। বি-৪ গেটের কর্মী অত্যন্ত অভদ্র ব্যবহার করেন। আমাদের টিমকে অযথা হেনস্থা করেছেন তিনি।
শোবু যোগ করেন, আমার মনে হয়, এমিরেটসের একজন কর্মী বর্ণবৈষম্যমূলক আচরণও করেন। আমি প্রায়ই এই সংস্থার বিমানে যাতায়াত করি। তবে এধরনের অভিজ্ঞতা এই প্রথম।
প্রসঙ্গত, আসন্ন ছবির প্রচারে দুবাই গিয়েছিলেন শোবু। তাঁর সঙ্গে ছিলেন পরিচালক এস এস রাজামৌলি, অভিনেতা প্রভাস, রাণা ডগ্গুবতী ও অনুষ্কা শেট্টি।






















