Aryan Khan Update: কোর্ট থেকে জামিনের নথি এসে পৌঁছয়নি, আজও জেল থেকে ছাড়া পাচ্ছেন না আরিয়ান
আরিয়ান খানের (Aryan Khan) জামিন দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে আজই। প্রথমে মনে করা হচ্ছিল আজই ছাড়া পেতে পারেন শাহরুখ-পুত্র। ছেলেকে আনতে আর্থার রোড জেলেও যান শাহরুখ খান (Shah Rukh Khan)।
মুম্বই: গতকালই জামিন মিলেছে। তবে আজও জেল থেকে ছাড়া পাচ্ছেন না শাহরুখ-পুত্র (Aryan khan)। জানা গিয়েছে, জামিনের (Bail) নথি না আসায় আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন না আরিয়ান (Aryan Khan)। এনডিপিএস কোর্ট (NDPS Court) থেকে জামিনের নথি না আসায় আজও জেলেই থাকছেন আরিয়ান। এনডিপিএস আদালত থেকে জেলের দূরত্ব ৬ কিলোমিটার। এনডিপিএস কোর্ট থেকে আর্থার রোড জেলে আসতে লাগে ৪৫ মিনিট।
Mumbai | Aryan Khan will not be released from the jail today. He will be released tomorrow morning: Arthur Road Jail officials
— ANI (@ANI) October 29, 2021
জামিন দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে আজই। প্রথমে মনে করা হচ্ছিল আজই ছাড়া পেতে পারেন শাহরুখ-পুত্র। ছেলেকে আনতে আর্থার রোড জেলেও যান শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে আজও মন্নতে আজ নথি না এলে কাল সকালে জেল থেকে ছাড়া পেতে পারেন আরিয়ান। এখনও আর্থার রোড জেলে কোনও নথি না আসায় আপাতত শাহরুখ-পুত্রের জেল-মুক্তি নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।
উল্লেখ্য, আরিয়ানের মামলায় জামিনদার হতে পারেন জুহি চাওলা (Juhi Chawla)। জামিনদার হতে মুম্বইয়ের নগর দায়রা আদালতে যান জুহি চাওলা। জামিন পেলেও আপাতত বিদেশ যেতে পারবেন না আরিয়ান খান। প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হবে শাহরুখ-পুত্রকে। এমনকী বাকি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। স্পেশাল কোর্টে দ্রুত পাসপোর্ট জমা দিতে হবে আরিয়ান খানকে।
গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে মাদককাণ্ডে আটক হন আরিয়ান খান। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতারের পর নিম্ন আদালতে বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যায় তাঁর। এরপরই গত সপ্তাহে জামিনের আবেদন নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ানের আইনজীবীরা। বম্বে হাইকোর্ট গতকাল তাঁর জামিন মঞ্জুর করেছে।
আরও পড়ুন: Aryan Khan Bail: জামিন মঞ্জুর হওয়ার পর কী কী শর্ত মানতে হবে আরিয়ানকে?