এক্সপ্লোর
‘কোনও দুঃখ নেই’, অতিমারীতে কাজ জুটছে না, সবজি বেচছেন ‘বালিকা বধূ’-র পরিচালক!
আপাতত আজমগড়ের রাস্তায় রাস্তায় সবজি ফেরি করতে দেখা যাচ্ছে তাঁকে। রামের বাবার পেশা সবজি বিক্রেতা। তাই কাজ খুঁজে না পেয়ে, বাবার পেশাকেই আপাতত আয়ের রাস্তা হিসাবে বেছে নিয়েছেন তিনি।

মুম্বই: করোনা অতিমারী কেড়ে নিয়েছে অনেক কিছু। রামবৃক্ষ গৌড়ের মতো নামী সিরিয়াল নির্মাতাও কঠিন অবস্থায় পড়ছেন। জীবিকা নির্বাহের জন্যে জাতীয় চ্যানেলে বছরের পর বছর চলা সিরিয়ালের পরিচালক এখন সবজি বিক্রেতা। সংসার চালানোর জন্যে উত্তরপ্রদেশের আজমগড়ে ভ্যান, রিক্সায় সবজি নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করে সংসার চালাচ্ছেন। হিন্দি সিরিয়াল যারা দেখেন, প্রায় সকলেই জানেন ‘বালিকা বধূ’-র কথা। রীতিমতো আইকনিক। বছরের পর বছর ধরে দর্শকদের মনোরঞ্জনের পাশাপাশি এই সিরিয়ালের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও ফুটে উঠেছে। এই সিরিয়ালের অন্যতম নেপথ্যের কারিগর আজ সবজি বিক্রেতা! করোনা সংকটে শ্যুটিং বন্ধ,হাতে কাজ নেই,তাই অভাবের তাড়নায় দিনগুজরানের জন্য সবজি বিক্রিকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন ওই ধারাবাহিকের অন্যতম পরিচালক রাম বৃক্ষ গৌড়় । যদিও এই কাজের জন্য তিনি নিজে লজ্জিত নন বরং গর্বিত। গত ১৮ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাম, লকডাউন শুরুর ঠিক আগে মার্চে আজমগড়ের দেশের বাড়িতে ফিরে যান তিনি। আপাতত আজমগড়ের রাস্তায় রাস্তায় সবজি ফেরি করতে দেখা যাচ্ছে তাঁকে। রামের বাবার পেশা সবজি বিক্রেতা। তাই কাজ খুঁজে না পেয়ে, বাবার পেশাকেই আপাতত আয়ের রাস্তা হিসাবে বেছে নিয়েছেন তিনি। লকডাউন শুরুর আগে একটি ফিল্মের প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন তিনি, তবে করোনা পরিস্থিতির জেরে আপতত তা বন্ধ রয়েছে। প্রযোজক জানিয়েছেন, আগামী এক বছর এই কাজ শুরু হওয়ার সম্ভবপর নয়, অগত্যা সবজি বিক্রি করেই ছেলের পড়াশোনার খরচ জোগাচ্ছেন তিনি। তিনি বলেন, ‘আমি এই ব্যবসার সঙ্গে ভালোভাবেই পরিচিত। আমার বাবা এই কাজ করেছেন দীর্ঘদিন। তাই আপাতত ঠেলা গাড়িতে সবজি বিক্রি করছি। আমার কোনও লজ্জা বা দুঃখ নেই। মুম্বইতে আমার নিজের বাড়ি রয়েছে। আমি নিশ্চয় সেখানে ফিরব। এবং কাজ শুরু করব। এখানে অন্য কোনও কাজের সুযোগ নেই। তাই এই কাজ বেছে নিয়েছি’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















