এক্সপ্লোর
Advertisement
অঙ্কুশের বিপরীতে নায়িকা হচ্ছেন, তেলুগু ছবিতেও দেখা যাবে বাংলাদেশের মডেল-অভিনেত্রী শান্তা পালকে
লকডাউনের জন্য এখনও শ্যুটিং শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবির কাজ শুরু হবে।
কলকাতা: বাংলাদেশের একাধিক অভিনেতা-অভিনেত্রী কলকাতায় এসে বাংলা ছবিতে অভিনয় করেছেন। কিন্তু ঢাকা থেকে সরাসরি তেলুগু ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া! এই নজির কারও নেই। যা করে দেখিয়েছেন শান্তা পাল। তিনি আন্তর্জাতিক প্রযোজনার একটি বাংলা ছবিতেও অভিনয় করতে চলেছেন। সেই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে টালিগঞ্জের নায়ক অঙ্কুশকে। লকডাউনের জন্য এখনও শ্যুটিং শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবিটির কাজ শুরু হবে।
ঢাকা থেকে ফোনে এবিপি আনন্দকে শান্তা জানালেন, ‘আমি ১৭ বছর বয়স থেকে মডেলিং শুরু করি। র্যাম্পে হাঁটার পাশাপাশি একাধিক বিজ্ঞাপনের শ্যুটিং করেছি। বাংলাদেশে একটি বিউটি কনটেস্ট জেতার পর দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দিই। গত বছর মিস এশিয়া গ্লোবালে আমি চতুর্থ হই। মিস বিউটিফুল আইজ খেতাব পাই। এই ধরনের প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুবাদেই তেলুগু ছবির পরিচালক ও প্রযোজকদের নজরে পড়ে যাই। তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেন। যে ছবিতে আমি কাজ করব, সেটির নাম ইয়ে রা লা ভা। পরিচালক বিশ্বনাথ রাও। এই ছবিতে আমি নায়িকা। এটি একটি সাসপেন্স ও থ্রিলার ছবি। আমার চরিত্রের নাম অনন্যা। খলনায়ক হিসেবে বলিউডের সিনিয়র কাউকে নেওয়া হবে বলে জানানো হয়েছে আমাকে।’
শান্তার জন্ম, পড়াশোনা ঢাকায়। বাঙালি মেয়ে হয়ে তেলুগু ছবিতে প্রথমবার অভিনয় করতে গিয়ে ভাষা, সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না? এ বিষয়ে শান্তার জবাব, ‘শুরুতে তেলুগু ভাষা নিয়ে আমার সমস্যা ছিল। কারণ, আমি বাঙালি। বাংলা ছাড়া ইংরাজি, হিন্দি জানি। কিন্তু তেলুগু ভাষা একেবারেই জানি না। ফলে শুরুতে সমস্যা হচ্ছিল। তবে আমি মানিয়ে নিচ্ছি। ওয়ার্কশপ করার পর এখন আর বিশেষ কোনও সমস্যা হচ্ছে না। আমি নিজেই ডাবিং করব। লকডাউন শেষ হলেই শ্যুটিং শুরু হবে।’
আন্তর্জাতিক প্রযোজনার বাংলা ছবিটির বিষয়ে শান্তা জানালেন, ‘এন কে মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি হবে। এটি অ্যাকশন, রোম্যান্টিক ও কমেডি ছবি। নায়িকা আমি, নায়ক অঙ্কুশ। বাংলাদেশ ও ভারত, দু’দেশেই শ্যুটিং হবে। গানের দৃশ্যের শ্যুটিং হবে মানালিতে। ছবিটিতে একটি আইটেম সং থাকবে, যেটি গাইবেন নেহা কক্কর। বাংলাদেশ ও ভারতের অভিনেতা-অভিনেত্রীরা এই ছবিতে কাজ করবেন। পরিচালক এখনও ঠিক হয়নি। বাংলাদেশ বা ভারতের সিনিয়র কোনও পরিচালককেই নেওয়া হবে।’
শান্তা জানিয়েছেন, আরও কয়েকটি বাংলা ছবিতে কাজ করতে পারেন তিনি। সে বিষয়ে কথা চলছে। কলকাতায় এসে তিনি বিষয়টি চূড়ান্ত করবেন। এছাড়া ‘ফেস অফ ইন্ডিয়া ২০২০’-এর বিচারক এবং নতুন ওটিটি প্ল্যাটফর্ম সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
ক্রিকেট
জেলার
Advertisement