Belashuru: অনুপমের গলায় সোহাগে-আদরে, পর্দায় সৌমিত্র-স্বাতীলেখা
গানের সুরে যেন ভালোবাসা আর শান্তির সুর। শান্তিনিকেতনের প্রেক্ষাপটে, অনুপম রায়ের কন্ঠে, 'সোহাগে আদরে আমি ভালোবেসে যাই'। আর পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্তের সেই রসায়ন।
কলকাতা: গানের সুরে যেন ভালোবাসা আর শান্তির সুর। শান্তিনিকেতনের প্রেক্ষাপটে, অনুপম রায়ের কন্ঠে, 'সোহাগে আদরে আমি ভালোবেসে যাই'। আর পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্তের সেই রসায়ন। মুক্তি পেল নতুন ছবি 'বেলাশুরু'-র প্রথম গানের টিজার।
শেষবার সৌমিত্র স্বাতীলেখা
এর আগে, ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল 'বেলাশুরু'-র (Belashuru) অভিনব মোশন পোস্টার। সেখানে দেখা গিয়েছিল, ধূসর চিত্রপটে পেনসিলের রেখায় ফুটে উঠছে একটার পর একটা চরিত্র। মাঝখানে টেবিল আর তার দুইদিকে বসে দুজন। একজন নারী, একজন পুরুষ। দুজনেই প্রবীণ, মাঝে জ্বলছে একটা লম্ফ। চারিদিকে জোনাকি ওড়া জঙ্গলের প্রেক্ষাপটে সেই হলুদ আলো যেন রুপকথার মতোই সুন্দর।
আগামী ৪ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি 'বেলাশুরু'। ছবির মুখ্যভূমিকায় শেষবারের মতো পর্দায় জুটি হিসেবে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আর স্বাতীলেখা সেনগুপ্তকে (Swatilekha Sengupta)। 'ভ্যালেন্টাইন্স ডে'(Happy Valentine's Day) -র দিনে মুক্তি পেয়েছিল 'বেলাশুরু'-র মোশন পোস্টার। সেখানে হাতের রেখায় ফুটে উঠলেন সৌমিত্র-স্বাতীলেখা। সঙ্গে আলতো মিউজিকে কেমন যেন মনখারাপ।
এর আগেই 'উইন্ডোজ'-এর তরফ থেকে প্রকাশ করা হয়েছিল 'বেলাশুরু'-র প্রথম ঝলক। সেই পরিচিত দৃশ্য। বসে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। আর তাঁর চুলে চিরুনি চালিয়ে সযত্নে আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। 'বেলাশেষে' ধারাবাহিকের এই দৃশ্য গেঁথে রয়েছে সবার মনে। বয়সকালের সেই অমলিন সম্পর্কের রসায়নে মজেছিলেন আট থেকে আশি। সদ্য মুক্তি পাওয়া সেই ৫৭ সেকেন্ডের ছোট্ট ভিডিও জুড়ে গমগম করছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই কিংবদন্তি কন্ঠস্বর। সংলাপে তিনি বলছেন, 'বিয়ে সম্পর্কে তোমার ধারনাটা কী? ওটা একটা দমবন্ধ করা ফাঁস? একটা বন্ধন যা থেকে তুমি বেরোতে পারছো না? আর তখনই রবীন্দ্রনাথের গানের সেই কথাগুলো তোমার কানে মঙ্গলমন্ত্র হয়ে বাজবে..কত দুঃখ আছে.. কত অশ্রুজল..'
আজকের মুক্তি পাওয়া টিজারে প্রথমবারে জন্য দেখা গেল 'বেলাশুরু'-র সব চরিত্রদের। সব জুটির ঝলকেই চোখে পড়ল প্রেমের রসায়ন। তবে সব কিছুকে ছাপিয়ে গেল সৌমিত্র স্বাতীলেখার সাবলীল অভিনয়ের মায়া। সৌমিত্রের হাতে স্বাতীলেখার হাত, মন ছুঁয়ে গেল টিজারের শেষ দৃশ্যও।