Jaya Ahsan Poila Baisakh: বাড়িতে বসেও যেন নববর্ষের শোভাযাত্রায় পা মেলালেন জয়া আহসান!
কখনও গালে ফুটে উঠছে বাংলাদেশের পতাকা, আবার কখনও পহেলা বৈশাখ লেখা ছোট্ট মিষ্টি আলপনা। মুহূর্তের জন্য মুখে চলে আসছে অ্যানিমেটেড মাস্কও। করোনাকালেও জয়া আহসানের ঝলমলে শুভেচ্ছা বার্তা যেন খুশির হাওয়া। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দুই বাংলার অনুরাগীদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
কলকাতা: কখনও গালে ফুটে উঠছে বাংলাদেশের পতাকা, আবার কখনও পহেলা বৈশাখ লেখা ছোট্ট মিষ্টি আলপনা। মুহূর্তের জন্য মুখে চলে আসছে অ্যানিমেটেড মাস্কও। করোনাকালেও জয়া আহসানের ঝলমলে শুভেচ্ছা বার্তা যেন খুশির হাওয়া। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দুই বাংলার অনুরাগীদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
আজ চৈত্র সংক্রান্তি। রাত পোহালেই পয়লা বৈশাখ। নতুন বছর। অন্যদিকে নববর্ষের ঠিক একদিন আগে, অর্থাৎ আজ বাংলাদেশে পালিত হয় পহেলা বৈশাখ। জয়ার শুভেচ্ছাবার্তায় বারে বারেই উঠে এল বর্তমান পরিস্থিতির কথা। ছোট্ট একটি ভিডিও আপলোড করে জয়া লেখেন, 'কোভিডের দুঃসময় আমরা পার হইনি। চারদিকে বিষণ্ণতা আর মৃত্যু। কিন্তু দুঃসময়ই যে মানুষের শেষ কথা নয়, সে কথা জানাতেই তো বাংলা নববর্ষের আগমন। করোনার বিস্তারে গত বছরের নববর্ষে আমরা সংযত থেকেছি। প্রত্যাশা করেছি, পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ মাথার ওপর থেকে সরে যাবে। এবারে কোভিড আরও জোরেসোরে ফিরে এসেছে। কিন্তু কোভিডের কী সাধ্য পয়লা বৈশাখের প্রাণশক্তিকে চাপা দেয়! মানুষকে পরাস্ত করা কি এতই সহজ! কত যুদ্ধ, মন্বন্তর, মারি পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ। মানুষ মানে এগিয়ে যাওয়া। ঘোর অন্ধকার আসে, তাকে পেছনে ফেলে এগিয়ে চলো, সবাই হাত ধরে—পয়লা বৈশাখ ঠিক এই কথাটিই সব সময় বলে এসেছে। আমরা সতর্ক আর নিরাপদ থাকব, নিজেদের সুস্থ রাখার জন্য সবকিছু করব, সবার জন্য দু হাত বাড়িয়ে রাখব, মনকে ভরে রাখব আলোয়। নববর্ষের কচি রোদ আমাদের সবার মুখের ওপরে।' (বানান অপরিবর্তিত)
সেইসঙ্গে তাঁর মুখের ওপর ফুটে ওঠা অ্যানিমেশনগুলির কথাও উল্লেখ করেন জয়া। বলেন, এই বছর প্রথমবারের মত বাংলাদেশে পহেলা বৈশাখ উপলক্ষে ফেসবুক একটি বিশেষ অগমেন্টেড রিয়ালিটি ইফেক্ট তৈরি করেছে। মনে হচ্ছে যেন সবার সাথেই মঙ্গল শোভাযাত্রায় বেরিয়েছি। শখ করে আলপনা দিয়েছি গালে। করোনা থেকে বাঁচতে মুখে আবার মাস্কও আছে! দুঃসময় পেরিয়ে আমাদের এই পথ চলাতেই আনন্দ। শুভ নববর্ষ।' (বানান অপরিবর্তিত)
ভিডিওতে জয়াকে বলতে শোনা গেল, 'গত নববর্ষে আমাদের প্রত্যাশা ছিল, এই নববর্ষে আনন্দ হবে। কিন্তু দুঃসময় তবু চলছে। নববর্ষ আবার আমাদের বলতে এসেছে, আমরা একসঙ্গে সবাই মিলে এই দুঃসময় পার করব। আর দুঃসময়টা পার হতে পারি বলেই, আমরা মানুষ। শুভ নববর্ষ।'
টকটকে লাল পোশাকে একদিকে যেমন শুভেচ্ছা আর আনন্দ ছড়িয়ে দিলেন জয়া, তেমনই কথায় লেখায় বারে বারে মনে করিয়ে দিলেন, কোভিড এখনও যায়নি। সতর্ক থাকুন।