Bhaswar Chatterjee Update: কথা রাখলেন, ভাইফোঁটা নিতে যৌনকর্মীদের কাছে পৌঁছলেন ভাস্বর
আজ সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
![Bhaswar Chatterjee Update: কথা রাখলেন, ভাইফোঁটা নিতে যৌনকর্মীদের কাছে পৌঁছলেন ভাস্বর Bhaswar Chatterjee Update: Actor Bhaswar Chatterjee celebrates the rituals of Bhai Dooj with the people of red light area Bhaswar Chatterjee Update: কথা রাখলেন, ভাইফোঁটা নিতে যৌনকর্মীদের কাছে পৌঁছলেন ভাস্বর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/6adf388aec3cfe8f1f46928e4aeff7a3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দুর্গাপুজোর আগে তাঁদের কথা দিয়েছিলেন ভাইফোঁটার সময় আবার তাঁদের কাছে ফিরে আসবেন। সেই কথা মতোই আজ সকালে পৌঁছে গিয়েছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ভাইফোঁটা নেওয়ার ছবি পোস্ট করেন ভাস্বর। লেখেন, 'শেষবার ওনাদের সঙ্গে যখন দুর্গাপুজোয় দেখা হয়েছিল, কথা দিয়েছিলাম, ভাইফোঁটায় ঠিক ফিরে আসব। আমি তাই করেছি। আমার স্বেচ্ছাসেবী সংস্থা সোনাগাছির বোনেদের নিয়ে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ এক অনবদ্য এক অভিজ্ঞতা। সবার মুখে হাসি দেখে মনে ভরে গেল। সবার আশীর্বাদ পান ওনারা।' পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ ভাইফোঁটাও জুড়ে দেন ভাস্বর।
পুজোর মধ্যেই শহর ছেড়ে কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুললেই চোখে পড়ছিল, কাশ্মীরের মনোরম দৃশ্য, সেই সঙ্গে অভিনেতার বিভিন্ন ছবিও। ভাস্বরের সঙ্গে এই সফরে হাজির ছিলেন তাঁর পরিবারও।
আপাতত ফের ধারাবাহিকের কাজে ব্যস্ত ভাস্বর। কিন্তু তার ফাঁকেই একটু অবসর নিয়ে বেরিয়ে পড়েছিলেন ঘুরতে। সোশ্য়াল মিডিয়ায় কাশ্মীরের বিভিন্ন মনোরম ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। কখনও তাঁকে দেখা গেল সোনমার্গ লেখা মাইলফলকের ওপর বসে থাকতে। কখনও আবার পাহাড়ি নদীর ধারে দাঁড়িয়ে ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি।
পাহাড়ের কোলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন ভাস্বর। ক্যাপশানে লিখেছেন ছোট্ট ঘটনা। অভিনেতা লিখেছিলেন, 'আহারবাল ঝরনার ধারে আমি এই তিনজনকে খাবার খেতে দেখলাম। ওনাদের পোশাক আমার বেশ আকর্ষণীয় লাগে। ওঁদের কাছে একটা সেলফির আবদার করি আমি। ওনারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। নতুন জায়গায় গিয়ে বন্ধুত্ব করতে আমার ভীষণ ভালো লাগে।'
এর আগে দীপাবলি উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন ভাস্বর। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন সেই সমস্ত ছবিও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)