Bhool Bhulaiyaa 2: অশরীরী 'বান্ধবী'দের সঙ্গে পরিচয় করালেন কার্তিক আরিয়ান
এদিন নেট মাধ্যমে 'ভুল ভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2) ছবির নতুন পোস্টার মুক্তি পেয়েছে। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন।
![Bhool Bhulaiyaa 2: অশরীরী 'বান্ধবী'দের সঙ্গে পরিচয় করালেন কার্তিক আরিয়ান Bhool Bhulaiyaa 2: Kartik Aaryan Introduces To His 'Saheliyan' In The Latest Poster, know in details Bhool Bhulaiyaa 2: অশরীরী 'বান্ধবী'দের সঙ্গে পরিচয় করালেন কার্তিক আরিয়ান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/b65208680abd4ade7e0a9ecd7c6afd07_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: শীঘ্রই মুক্তি পাবে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) আগামী ছবি 'ভুল ভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। মুক্তির দিন যত এগিয়ে আসছে, তত যেন ছবিকে ঘিরে রহস্য আরো ঘনাচ্ছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'ভুল ভুলাইয়া টু' ছবির টিজার ও বেশ কিছু মোশন পোস্টার। ছবির আরও দুই তারকা কিয়ারা আডবাণী ও তব্বুর লুকও প্রকাশ হয়েছে ইতিমধ্য়েই। এবার নতুন পোস্টারে নিজের অশরীরী বান্ধবীদের সঙ্গে পরিচয় করালেন কার্তিক আরিয়ান।
'ভুল ভুলাইয়া টু' ছবির নতুন পোস্টার-
এদিন নেট মাধ্যমে 'ভুল ভুলাইয়া টু' ছবির নতুন পোস্টার মুক্তি পেয়েছে। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু অশরীরীর সঙ্গে বসে রয়েছেন রুহ বাবা। প্রসঙ্গত, এর আগে নিজেকে রুহ বাবা হিসেবে পরিচয় দিয়েছেন কার্তিক আরিয়ান। ছবি শেয়ার করে তিনি লেখেন, 'পরিচয় করুন আমার বান্দবীদের সঙ্গে।' সঙ্গে হ্যাশট্যাগে রুহ বাবা দিয়ে তিনি আরও লেখেন, 'ভুল ভুলাইয়া টু' দেখতে প্রেক্ষাগৃহে আসুন আগামী ২০ মে।
আরও পড়ুন - Shah Rukh Khan House Mannat: ট্রেন্ডিংয়ে মন্নত, নেমপ্লেট বদলে গেল শাহরুখ খানের বাড়ির
ইতিমধ্যেই 'ভুল ভুলাইয়া টু' ছবির টিজার দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগী থেকে নেট নাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছে এই ছবির মোশন পোস্টার থেকে টিজার। প্রসঙ্গত, 'ভুল ভুলাইয়া' ছবির সিক্যুয়েল 'ভুল ভুলাইয়া টু'। প্রথম ছবিতে অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমার, শাইনি আহুজা, বিদ্যা বালান, পরেশ রাওয়াল, আমিশা পটেল, রাজপাল যাদবকে। প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আগামী ২০ মে মুক্তি পাবে এই ছবি।
সম্প্রতি নেট মাধ্যমে 'ভুল ভুলাইয়া টু' ছবির নতুন মোশন পোস্টার মুক্তি পেয়েছে। যাতে দেখা যাচ্ছে, ভয় পাওয়া চোখে কোনও কিছুর দিকে তাকিয়ে রয়েছেন কিয়ারা আডবাণী। আর তাঁর মাথা দিয়ে বেরিয়ে আসছে কালো, লোমশ অশরীরীর হাত। আর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে কারও হাসি এবং সেই মঞ্জুলিকার গান 'আমি যে তোমার'। নেট দুনিয়ায় 'ভুল ভুলাইয়া টু' ছবির এই মোশন পোস্টার মুক্তি পেতেই দর্শকদের উত্তেজনার পারদ আরও চড়েছে। রীতিমতো ঝড় তুলেছে হাড়হিম করা এই পোস্টার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)