এক্সপ্লোর
Advertisement
বিগ-বির বাড়িতে বাদুড়! ট্যুইটারে লিখলেন, 'করোনা পিছু ছাড়ছে না!'
করোনা নিয়ে বলিউডের শাহেনশাহ-র বুদ্ধিদীপ্ত মজার প্রমাণ ফের একবার ছড়াল নেটদুনিয়ায়। বাড়িতে ঢুকে পড়েছিল বাদুড়। ট্যুইটারে অমিতাভ লিখলেন, 'করোনা তো পিছু ছাড়ছেই না!'
মুম্বই: বলিউডের শাহেনশাহ-র বুদ্ধিদীপ্ত মজার প্রমাণ ফের একবার ছড়াল নেটদুনিয়ায়। বাড়িতে ঢুকে পড়েছিল বাদুড়। ট্যুইটারে অমিতাভ লিখলেন, 'করোনা তো পিছু ছাড়ছেই না!'
লকডাউনের বাড়িতে বসে গোটা টিনসেন টাউন। লাইটস, ক্যামেরা, অ্যাকশান থেকে দূরে নিজের মতো করে সময় কাটাচ্ছেন সবাই। ইতিমধ্যেই বিগ-বির বাড়ির জলসা ঘরে নাকি ঢুকে পড়েছিল একটি বাদুড়। অনেক চেষ্টা করেও কিছুতেই বার করা যাচ্ছিল না সেই বাদুড়।
শোনা যাচ্ছে, চিনে বাদুড় প্রাণীটির থেকেই প্রথম ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। বর্তমান বিশ্বের কাছে ত্রাস যে ভাইরাস, সেটি নাকি প্রথম ছড়িয়েছিল বাদুড়ের জিন থেকেই। ঘরে বাদুড় ঢুকে পড়ায় তাই মজা করে বিগ বি লেখেন, 'লেডিস ও জেন্টেলম্যান, এখনকার ব্রেকিং নিউজ, আমার বাড়ির চারতলার জলসা ঘরে একটি বাদুড় ঢুকে পড়েছিল। অনেক চেষ্টা করেও কিছুতেই বের করা যাচ্ছিল না তাকে। শেষে অনেক চেষ্টার পর বের হয়েছে সেটি। করোনা তো পিছু ছাড়ছেই না!'
এই টুইটের প্রত্যুত্তরে বেশ কিছু মন্তব্যও করেন তাঁর অনুরাগীরা। কেউ লেখেন, বাদুড়েরা দোষী (নয়)'। এক আইপিএস অফিসার লেখেন, 'বাদুড়ের স্বাদ ভালো নয়। এই করোনাভাইরাস কী করে ছড়াল আমাদের জানা নেই। আমরা কেবল বাদুড়কেই খারাপ প্রমাণিত করতে চাইছি।'
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement