Big Boss 18: এই দিনে হবে 'বিগ বস ১৮'-এর গ্র্যান্ড ফিনালে, বিজেতা কত টাকার পুরস্কার পাবেন জানেন ?
Bigg Boss 18 Grand Finale: টেলিভিশনে কালার্স চ্যানেলে বিগ বস ১৮-এর গ্র্যান্ড ফিনালে দেখা যাবে। বিগত বেশ কিছু বছর ধরেই এই চ্যানেলে দেখা যাচ্ছে বিগ বস। এছাড়াও জিও সিনেমায় এই গ্র্যান্ড ফিনালে দেখা যাবে।
Bigg Boss 18 Grand Finale: এখন চর্চায় 'বিগ বস ১৮'-এর গ্র্যান্ড ফিনালে। এর মধ্যে এই জনপ্রিয় টেলিভিশন শো-তে এসেছেন বহু প্রতিযোগী এবং দর্শকদের বিনোদনও দিয়েছেন। আর ধীরে ধীরে চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে চলেছে এই টেলিভিশন শো (Bigg Boss 18)। এই সময় জনপ্রিয় টেলিভিশন অভিনেতা-অভিনেত্রী ভিভিয়ান ডিসেনা, করণ বীর মেহরা, ঈশা এবং অ্যালিসকে দেখা গিয়েছে এই শো-তে। এছাড়াও শো-তে (Bigg Boss 18 Grand Finale) এসেছেন চাহত পাণ্ডে, অবিনাশ মিশ্র, কেড়ে নিয়েছেন স্পটলাইট। আর এবারে গ্র্যান্ড ফিনালের তারিখও জানা গিয়েছে এই শোয়ের। বিগ বসের বিজেতা কত টাকা পাবেন জানেন ?
বিগ বস ১৮-এর সম্ভাব্য বিজেতা
বিগ বসের বিজেতা কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে এখন। প্রত্যেকেই চান যাতে তাদের পছন্দের প্রতিযোগী এই শো-য়ের বিজেতা হন। সম্প্রতি ওরম্যাক্স মিডিয়ার রেটিং প্রকাশ্যে এসেছে। এতে শীর্ষে থাকা ৫ জন প্রতিযোগীর (Bigg Boss 18) নাম ঘোষণা করা হয়েছে। ওরম্যাক্স মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, রজত দালাল এখন রয়েছেন একেবারে শীর্ষে এক নম্বরে। ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যের টেলিভিশন শোয়ে সকলের পারফরম্যান্সের বিচারে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ভিভিয়ান ডিসেনা। তৃতীয় স্থানে আছেন করণ বীর মেহেরা, তারপরে রয়েছেন শিল্পা শিরোদকর, সবশেষে পঞ্চম স্থানে রয়েছেন চাহত পাণ্ডে।
কবে হবে গ্র্যান্ড ফিনালে
রিপোর্ট অনুসারে আগামী ১৯ জানুয়ারি হতে চলেছে বিগ বস ১৮-এর গ্র্যান্ড ফিনালে। টানা তিন ঘণ্টা ধরে চলবে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। তবে শো-য়ের নির্মাতারা এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
কবে কোথায় দেখা যাবে
টেলিভিশনে কালার্স চ্যানেলে এই বিগ বস ১৮-এর (Bigg Boss 18) গ্র্যান্ড ফিনালে দেখা যাবে। বিগত বেশ কিছু বছর ধরেই এই একই চ্যানেলে দেখা যাচ্ছে বিগ বস। এছাড়াও জিও সিনেমায় এই গ্র্যান্ড ফিনালে দেখা যাবে। আর এই শোয়ের বিজেতা কত টাকা পুরস্কার পাবেন তা এখনও জানা যায়নি আনুষ্ঠানিকভাবে। রিপোর্ট অনুসারে বিগ বস ১৭-এর বিজেতা পেয়েছিলেন ৫০ লক্ষ টাকা পুরস্কার। ফলে এই সিজনে এই একই মূল্য বা বেশি মূল্যের পুরস্কার পেতে পারেন বিজেতারা।
আরও পড়ুন: Pushpa 2: 'পুষ্পা ২'-তে জুড়বে আরও ২০ মিনিটের ফুটেজ, এই দিন থেকে পাবেন দেখার সুযোগ