যৌন নির্যাতনে অভিযুক্ত বিগ বস প্রতিযোগীর বাবা, দায়ের মামলা
যৌন নির্যাতনে অভিযুক্ত বিগ বস ১৩ খ্যাত পঞ্জাবি গায়িকা শাহনাজ কৌর গিলের বাবা। জলন্ধরের এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে আইনি জটে জড়িয়ে পড়েছেন সুখ ওরফে সান্তোখ সিং। অভিযোগ, গত ১৪ মে সন্তোখ নিজের গাড়িতে তুলে নিয়ে ২০ বছরের ওই তরুণীকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তাঁকে।
মুম্বই: যৌন নির্যাতনে অভিযুক্ত বিগ বস ১৩ খ্যাত পঞ্জাবি গায়িকা শাহনাজ কৌর গিলের বাবা। জলন্ধরের এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে আইনি জটে জড়িয়ে পড়েছেন সুখ ওরফে সান্তোখ সিং। অভিযোগ, গত ১৪ মে সন্তোখ নিজের গাড়িতে তুলে নিয়ে ২০ বছরের ওই তরুণীকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তাঁকে। পরে ওই তরুণী পুলিশ জানান, তাঁকে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন উপপরিদর্শক (এসআই) হরপ্রীত সিং। তিনি জানিয়েছেন, এ ঘটনায় সন্তোখ সিংয়ের নামে মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ১৪ মে ওই তরুণী জলন্ধর থেকে বিয়াসের দিকে যাচ্ছিলেন বন্ধুর সঙ্গে দেখা করতে। বিকেল সাড়ে ৫টার দিকে ওই তরুণী বিয়াসে পৌঁছান। তারপরই তাঁকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাঁকে। নির্জন রুহি ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ভয়ে বিষয়টি প্রথমে কাউকে জানাতে পারেননি ওই তরুণী। কিন্তু বিষয়টি বন্ধুদের জানাতেই তাঁরাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। তারপরই ১৯ মে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা করেন ওই তরুণী।অমৃতসরের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট বিক্রমজিত সিং দুগ্গল জানান, পুলিশ আইপিসি-এর ৩৭৬, ৫০৬ ধারায় বিয়াস থানায় মামলা দায়ের করেছে। যদিও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।