এক্সপ্লোর
Advertisement
লকডাউনে বাড়ির ছাদে অনাড়ম্বরভাবে গাঁটছড়া বাঁধলেন বিগ বস জয়ী আশুতোষ, বিয়ের পুরো খরচ দান করলেন পিএম-কেয়ার্সে
লকডাউনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসলেন টেলিভিশন রিয়েলিটি তারকা আশুতোষ কৌশিক। তাঁর এই বিশেষ বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। লকডাউনের জন্য বিয়ে স্থগিত করেননি আশুতোষ। বরং নয়ডায় নিজের বাড়ির ছাদেই একেবারে অনাড়ম্বরভাবে বিয়ে সারলেন তিনি।
নয়াদিল্লি: লকডাউনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসলেন টেলিভিশন রিয়েলিটি তারকা আশুতোষ কৌশিক। তাঁর এই বিশেষ বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। লকডাউনের জন্য বিয়ে স্থগিত করেননি আশুতোষ। বরং নয়ডায় নিজের বাড়ির ছাদেই একেবারে অনাড়ম্বরভাবে বিয়ে সারলেন তিনি। বিয়ের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে সুরক্ষা ও শারীরিদ দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে খেয়াল রেখেছেন তিনি।
বিয়ে হল অনাড়ম্বরভাবে। বর ও কনে সহ-দুই পরিবারের মাত্র চারজন লোকই ছিলেন। একইসঙ্গে বিগবস-২ জয়ী আশুতোষ তাঁর বিয়ের সমূহ খরচ পিএম-কেয়ারস তহবিলে দান করেছেন।
তাঁর এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, বিয়ে খুবই ব্যক্তিগত ব্যাপার। তাহলে এতে এত ভিড়, গান-বাজনা, ঢোল-নাগাড়ার প্রয়োজন কী? ব্যক্তিগত ব্যাপারে এত অর্থের অপচয় কেন? আমার মনে হয়, বাড়ির লোকজন থাকলেই হয়, বলে আমি মনে করি।
পিএম-কেয়ার্স তহবিলে অর্থদানের কথা জানিয়ে আশুতোষ আরও বলেছেন, তাঁর ইউটিউব চ্যানেলের আয়ও সেবামূলক কাজেই তিনি দান করবেন।
আশুতোষ উত্তরপ্রদেশের বাসিন্দা। সাহারানপুরের আশুতোষ আলিগড়ের অর্পিতাকে বিয়ে করলেন। লকডাউন ঘোষণার আগেই তাঁদের বিয়ের ঠিক হয়ে গিয়েছিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement