এক্সপ্লোর
মা হতে চলেছেন বিপাশা বসু!

মুম্বই: বিপাশা বসু নাকি অন্তঃসত্ত্বা। যদিও বিপাশা বা তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভার কেউই এখনও খবরটি স্বীকার করেননি। জানা যাচ্ছে, বিপাশা-কর্ণ নাকি এখন ঘনঘন গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছেন। গত মাসে তাঁরা নাকি বহুবার যান ওই চিকিৎসকের ক্লিনিকে। শোনা যাচ্ছে, মা-বাবা হতে চলেছেন তাঁরা।
প্রায় ১ বছর প্রেমের পর এপ্রিলে বিয়ে করেন কর্ণ-বিপাশা। সামনের বছর ঘরে আসবে তাঁদের সন্তান। দেখা যাক, কবে এই সুখবর ফ্যানেদের কাছে প্রকাশ করেন তাঁরা।
প্রায় ১ বছর প্রেমের পর এপ্রিলে বিয়ে করেন কর্ণ-বিপাশা। সামনের বছর ঘরে আসবে তাঁদের সন্তান। দেখা যাক, কবে এই সুখবর ফ্যানেদের কাছে প্রকাশ করেন তাঁরা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















