এক্সপ্লোর
Advertisement
সোনালি বেন্দ্রের ‘মৃত্যু’ নিয়ে টুইট করে বিতর্কে বিজেপি বিধায়ক রাম কদম, ধিক্কারের জেরে সরালেন মন্তব্য
মুম্বই: সোনালি বেন্দ্রের মৃত্যু নিয়ে ভুল খবর সংক্রান্ত টুইট করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন ইতিমধ্যেই বিতর্কিত বিজেপি বিধায়ক রাম কদম। পরে অবশ্য ট্রোলড হয়ে সেই টুইট ডিলিট করে দেন তিনি।
ঘাটকোপাড় পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গতকাল আচমকা সোশ্যাল মিডিয়ায় ক্যানসার আক্রান্ত অভিনেত্রী সোনালি বেন্দ্রের মৃত্যুর খবর দেন। মরাঠিতে লেখেন, বলিউড ও মারাঠি ডিভা সোনালি বেন্দ্রের আমেরিকায় মৃত্যু হয়েছে। এই বলে তিনি শ্রদ্ধাঞ্জলিও অর্পণ করেন।
এ খবরে দুশ্চিন্তায় পড়েন সোনালির অনুগামীরা। অল্প সময় পরেই জানা যায়, পুরোটাই ভুয়ো। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ট্রোলড হয়ে টুইট ডিলিট করে দেন বিধায়ক। তারপর নতুন করে টুইট করেন, সোনালি বেন্দ্রে সম্পর্কে গত ২ দিন নানা গুজব ছড়িয়েছে। তাঁর সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থ হয়ে যাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি।
অবশ্য এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসেন রাম কদম। অল্পদিন আগে ঘাটকোপাড়ে জন্মাষ্টমী উৎসবে গিয়ে তিনি নাকি যুবকদের পরামর্শ দেন, কোনও মেয়েকে যদি পছন্দ হয় কিন্তু সেই মেয়ের যদি বিয়েতে মত না থাকে তবে বাবা মাকে নিয়ে এসে আমাকে এ কথা বলুন। আমি ওই মেয়েকে তুলে এনে দেব। এ জন্য তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে।About Sonali Bendre ji It was rumour . Since last two days .. I pray to God for her good health & speedy recovery
— Ram Kadam (@ramkadam) September 7, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement