Ayushmann Khurrana: মঞ্চে দাঁড়িয়ে 'দিল দিল পাকিস্তান' গাইছেন আয়ুষ্মান! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়া
Viral Video: বলাই বাহুল্য নেটদুনিয়া খুব একটা খুশি নয় অভিনেতার ভিডিও দেখে। বলা হয়, 'দিল দিল পাকিস্তান' আসলে সে দেশের অনানুষ্ঠানিক জাতীয় সঙ্গীত। ফলে বিতর্কের ঝড় আরও তীব্র হয়েছে।
নয়াদিল্লি: সম্প্রতি, ২২ জানুয়ারি, অযোধ্যায় রামমন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানে যে চাঁদের হাট বসেছিল, সেই ভিড়ের অন্যতম মুখ ছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। তবে সেই অনুষ্ঠান থেকে ফিরতেই হঠাৎ দেশবাসীর রোষের মুখে পড়লেন কেন অভিনেতা? সৌজন্য একটি ভাইরাল ভিডিও (Viral Video)। কিন্তু কী এমন রয়েছে সেই ভিডিওয়?
আয়ুষ্মানের মুখে 'পাক স্তুতি'?
নেটিজেনদের রোষের মুখে 'ভিকি ডোনর'। রীতিমতো ট্রোলড হতে হল অভিনেতাকে। কিন্তু কেন? ২২ জানুয়ারি, আয়ুষ্মান খুরানাকে দেখা যায়, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। কিন্তু তার পরপরই ভাইরাল হয় অভিনেতার একটি পুরনো ভিডিও। সেখানে শোনা যায়, আয়ুষ্মানের কণ্ঠে 'দিল দিল পাকিস্তান' গানটি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এরপরই সোশ্যাল মিডিয়া ভরে ওঠে বিরূপ মন্তব্যে।
পাকিস্তানের দেশাত্মবোধক এই গানটি একটি কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে তাঁকে গাইতে শোনা যায়। সেই থেকেই ট্রোলিং শুরু। একাধিক নেটিজেনের ক্ষোভের শিকার 'ড্রিম গার্ল' অভিনেতা। কেউ লিখলেন, টাকার বিনিময়ে যা খুশি করতে পারেন বলিউড অভিনেতারা। আবার কেউ লিখলেন, 'সং আয়ুষ্মান খুরানা 'দিল দিল পাকিস্তান' গান গাইছিলেন যখন পাকিস্তানিরা আমাদের সেনাবাহিনী ও নিষ্পাপ দেশবাসীদের হত্যা করছিলেন। রামমন্দির তৈরি হওয়ায় যে উনি হতাশ হয়েছেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।' আবার কেউ লিখলেন, 'আমি এটা কেন যে জানতাম না! ওঁর সিনেমা আর কেউ কখনও দেখবেন কিনা আমার কিছু যায় আসে না। কিন্তু এটা আমার আর্মি পরিবার ও পরিষেবার তিন প্রজন্মের কাছে ঋণ।' অনেকেই লিখলেন, 'লজ্জা!' আবার একজন লিখলেন, 'আর এই ভদ্রলোক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করবেন?'
বলাই বাহুল্য নেটদুনিয়া খুব একটা খুশি নয় অভিনেতার ভিডিও দেখে। বলা হয়, 'দিল দিল পাকিস্তান' আসলে সে দেশের অনানুষ্ঠানিক জাতীয় সঙ্গীত। ফলে বিতর্কের ঝড় আরও তীব্র হয়েছে। যদিও অভিনেতার পিআর টিমের তরফে পরিষ্কার করে জানানো হয়েছে এই ভিডিওটি ২০১৭ সালের, দুবাইয়ে হওয়া একটি কনসার্টের টুকরো। টিমের তরফে আরও জানানো হয়েছে যে অভিনেতা ওই একই মঞ্চে গায়ক আলি জাফরের সঙ্গে পারফর্ম করেন, ভারত ও পাকিস্তানের সংহতির সম্পর্কের প্রচারের উদ্দেশ্যে। তাঁদের দাবি, আয়ুষ্মান খুরানার সমালোচনা করার জন্যই কিছু নেটিজেন ইচ্ছাকৃত অনুষ্ঠানের ওই নির্দিষ্ট অংশটুকু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যেখানে তাঁকে 'দিল দিল পাকিস্তান' গাইতে শোনা যাচ্ছে।
খানিক অন্য ধারার ছবি করার জন্য প্রথম সিনেমা থেকেই খ্যাতি লাভ করেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। কখনও 'ভিকি ডোনর', কখনও 'ড্রিম গার্ল' তো কখনও 'বধাই হো', প্রত্যেক ছবিতেই তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়। শেষ তাঁকে দেখা গিয়েছে 'ড্রিম গার্ল ২' ছবিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।