Kangana Ranaut: দুই বছরের বিরতি! আগামী অ্যাকশন ফিল্মের জন্য নিয়মিত শরীরচর্চা শুরু কঙ্গনার
Kangana Ranaut Workout: কাজের ক্ষেত্রে অভিনেত্রী আগামী ছবি 'ইমার্জেন্সি' মুক্তির অপেক্ষায়। এই ছবির গল্প প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জারি করা 'জরুরি অবস্থা' প্রেক্ষাপটে তৈরি।

মুম্বই: মঙ্গলবার ফের নিজের 'ওয়ার্কআউট' রুটিনে (workout routine) ফিরলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাও টানা ২ বছরের বিরতির পর। শেয়ার করলেন ভিডিও। কী লিখলেন সঙ্গে?
জিমে ফিরলেন কঙ্গনা
দুই বছর পর ফের শরীরচর্চায় মন দিলেন বলিউডের 'ক্যুইন' কঙ্গনা রানাউত। মুক্তির অপেক্ষায় তাঁর ছবি 'ইমার্জেন্সি' (Emergency)। যে ছবিতে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা। সেই কারণে গত ২ বছর ধরে নিয়মিত শরীরচর্চা বন্ধ রেখেছিলেন তিনি। কিন্তু সেই ছবির কাজ শেষ হয়েছে। এবার নতুন ছবিতে মন দেওয়ার পালা। তার জন্য চাই সঠিক কাঠামোও। তাই ফের শরীরচর্চায় মন দিলেন অভিনেত্রী।
এদিন কসরতের একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'শ্রীমতী গাঁধীর চরিত্রের জন্য আমার শরীরচর্চার রুটিন থেকে দুই বছরের বিরতির পর এবার আমি ফিরলাম ফিটনেস রুটিনে। আগামী একটি অ্যাকশন ছবির জন্য দুর্দান্ত রূপান্তরের অপেক্ষায় রয়েছি।'
ভিডিওয় দেখা যাচ্ছে অভিনেত্রীর কঠিন অধ্যাবসায়। কালো জিমের পোশাক পরে চুল তুলে খোঁপা করে একের পর এক কসরতে মন দিয়েছেন তিনি। আগামী ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন তিনি।
View this post on Instagram
এই ভিডিও পোস্ট করার পরই অনুরাগীদের কমেন্টের ঢল। অভিনেতা অনুপম খের লেখেন, 'আপনি তো ভয় পাইয়ে দিচ্ছেন। জয় হো!' অপর এক অনুরাগী লেখেন, 'এই মহিলা তো আগুন।' আরেকজন লেখেন, 'দুর্দান্ত... কী প্রচণ্ড এনার্জি'।
কাজের ক্ষেত্রে অভিনেত্রী আগামী ছবি 'ইমার্জেন্সি' মুক্তির অপেক্ষায়। এটিই তাঁর প্রথম একক পরিচালিত ছবি। এই ছবির গল্প প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জারি করা 'জরুরি অবস্থা' প্রেক্ষাপটে তৈরি। ছবিতে ইন্দিরা গাঁধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। এছাড়া অভিনয়ে রয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরি, বিশাখ নায়ার, শ্রেয়স তলপড়ে প্রমুখ।
আরও পড়ুন: Vastu Tips : নতুন বাড়ি তৈরির সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, অন্যথা হতে পারে ক্ষতি !
এছাড়া তাঁকে দেখা যাবে 'তেজস' বলে একটি ছবিতেও, যেখানে তিনি একজন ভারতীয় বিমানসেনার পাইলটের ভূমিকায় অভিনয় করছেন। এখনও ছবির মুক্তির তারিখ ঘোষণা হয়নি। এছাড়া 'চন্দ্রমুখী ২' ছবি রয়েছে তাঁর হাতে। পি বাসু পরিচালিত এই ছবি ব্লকবাস্টার তামিল হরর কমেডি 'চন্দ্রমুখী'র সিক্যুয়েল। এই ছবিতে কঙ্গনাকে নর্তকীর ভূমিকায় দেখা যাবে। এছাড়াও বেশ কিছু ছবি রয়েছে তাঁর ঝুলিতে।






















