(Source: ECI/ABP News/ABP Majha)
Kangana Ranaut: 'শ্রীকৃষ্ণের কৃপা হলে...', লড়তে পারেন লোকসভা ভোটে? রাজনীতিতে পা কঙ্গনার?
Kangana Ranaut on Joining Politics: 'তেজস' অভিনেত্রী বলেন, 'বিজেপি সরকারের প্রচেষ্টায়, আমরা ভারতবাসীরা ৬০০ বছরের সংগ্রামের পর এই দিনটি দেখতে পাচ্ছি। আমরা মহা উদযাপনের সঙ্গে মন্দির প্রতিষ্ঠা করব।'
নয়াদিল্লি: বক্স অফিসে ফের মুখ থুবড়ে পড়েছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) সদ্য মুক্তিপ্রাপ্ত 'তেজস' (Tejas)। এই আবহেই শুক্রবার রাজনীতিতে (Politics) পদার্পণের আভাস মিলল অভিনেত্রীর কথায়। তিনি বলেন, যদি ভগবান কৃষ্ণের (Lord Krishna) কৃপা হয়, তাহলে তিনি লোকসভা ভোটে লড়বেন। দ্বারকাধীশ মন্দিরে (Dwarkadhish temple) কৃষ্ণের কাছে পুজো দিতে এসেছিলেন তিনি।
এবার ভোটে লড়বেন কঙ্গনা?
শুক্রবার বিখ্যাত কৃষ্ণ মন্দির দ্বারকাধীশে পুজো দিতে গিয়েছিলেন কঙ্গনা রানাউত। প্রার্থনা করেন মন ভরে। সেখানেই তাঁকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে লোকসভা ভোটে লড়বেন কি না তিনি, অভিনেত্রী উত্তর দেন, 'শ্রীকৃষ্ণের কৃপা হলে লড়ব।' একইসঙ্গে তিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি শাষিত কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে বলেন, '৬০০ বছরের সংগ্রামের পর' অবশেষে তাঁরা অযোধ্যায় ঈশ্বর রামের মূর্তি স্থাপন করতে সক্ষম হচ্ছেন।
'তেজস' অভিনেত্রী বলেন, 'বিজেপি সরকারের প্রচেষ্টায়, আমরা ভারতবাসীরা ৬০০ বছরের সংগ্রামের পর এই দিনটি দেখতে পাচ্ছি। আমরা মহা উদযাপনের সঙ্গে মন্দির প্রতিষ্ঠা করব। সারা বিশ্বে সনাতন ধর্মের পতাকা উত্তোলন করতে হবে।' সম্প্রতি তাঁকে ভারতীয় বায়ুসেনা অফিসারের চরিত্রে দেখা যায় 'তেজস' ছবিতে।
কঙ্গনা রানাউত তীর্থযাত্রীদের সমুদ্রের নীচে নিমজ্জিত হয়ে হারিয়ে যাওয়া শহর দ্বারকার অবশিষ্টাংশ দেখার জন্য একটি সুবিধা তৈরি করার জন্য সরকারকেও অনুরোধ করেন। তিনি বলেন, 'আমি সবসময়ই বলি যে দ্বারকা পবিত্র শহর। এখানে সবকিছুই দারুণ। দ্বারকাধীশ সম্পূর্ণটাই বর্তমান। যখন ওঁর (ঈশ্বর) দর্শন করলাম আশীর্বাদ পেলাম। আমি প্রায়ই চেষ্টা করি এখানে ঈশ্বরের দর্শন করতে। কিন্তু আমি কাজের মাঝেও যখনই সময় পাই, চলে আসি।' একইসঙ্গে তিনি বলেন, 'জলে ডুবে থাকা দ্বারকা শহরটিও ওপর থেকে দেখা যায়। আমি সরকারের কাছে এমন একটি সুবিধা চাই যাতে কেউ জলের নিচে গিয়ে ধ্বংসাবশেষ দেখতে পারে। আমার কাছে কৃষ্ণের শহর স্বর্গের মতো।'
এদিন নিজের আসন্ন কাজগুলি নিয়েও কথা বলেন কঙ্গনা রানাউত, যার মধ্যে অবশ্যই আছে, 'এমার্জেন্সি'। এই ছবির পরিচালকও কঙ্গনাই। প্রযোজকও তিনিই। এছাড়া কাজ চলছে তাঁর 'তনু ওয়েডস মনু পার্ট ৩' ছবিরও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial