Katrina Kaif: মায়ের স্কুলের খুদেদের সঙ্গে নাচে মাতলেন বলি তারকা ক্যাটরিনা, ভাইরাল ভিডিও
Bollywood: কাজের ক্ষেত্রে, ক্যাটরিনা কাইফকে এরপর হরর কমেডি 'ফোন ভূত'-এ দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টরের সঙ্গে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৪ নভেম্বর।
নয়াদিল্লি: অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এখন কচিকাঁচাদের ভিড়। কেন? সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেল তামিলনাড়ুর মাদুরাইয়ে, তাঁর মা সুজ্যান টারকটের স্কুল 'মাউন্ট ভিউ স্কুল'-এ।
মায়ের স্কুলে মেয়ে
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে তার আগেই ভাইরাল হয়েছে স্কুলের খুদেদের সঙ্গে ক্যাটরিনার নাচ। ভাইরাল ভিডিওয় খুদেদের সঙ্গে তাঁকে থলপতি বিজয় ও পূজা হেগড়ের সিনেমা 'বিস্ট'-এর আরবী কুঠু গানে নাচতে দেখা যাচ্ছে।
#katrinakaif dance in #Arabickuthu with kids 😍💞
— myqueenkay (@myqueenkay1) September 25, 2022
Mountain View School pic.twitter.com/ogTPMp3rNd
পরনে সবুজ-গোলাপী ফ্লোরাল প্রিন্টের কুর্তি ও পালাজোতে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল তারকা অভিনেত্রীকে। স্কুলে তাঁর সঙ্গে দেখা যায় বোন ইজাবেল কাইফ ও তারকা ফিটনেস ইনস্ট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালাকে। ছিলেন অভিনেত্রীর ভাইও।
অপর একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, মঞ্চে স্কুলের স্টাফেদের সঙ্গে নাচে মেতেছেন ক্যাটরিনা। তাঁর পোস্ট মন জয় করেছে সাধারণ মানুষের।
After the #ArabicKuthu , #KatrinaKaif vibing for #ThalapathyVijay’s - #JollyOGymkhana 🔥❤️pic.twitter.com/ERLIVERDcj
— DPK (@dp_karthik09) September 25, 2022
প্রসঙ্গত, স্কুলের 'ফাউন্ডার্স ডে' উদযাপনে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানেই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আনন্দে মাতেন তিনি।
View this post on Instagram
কর্মক্ষেত্রে ক্যাট
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে, ক্যাটরিনাকে এরপর হরর কমেডি 'ফোন ভূত'-এ দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টরের সঙ্গে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৪ নভেম্বর। তাছাড়া, দক্ষিণী তারকা অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে 'মেরি ক্রিসমাস'-এর শ্যুটিং সারছেন তিনি। হাতে রয়েছে সলমন খানের সঙ্গে 'টাইগার ৩', যা আগামী বছর ২৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা।