Aryan Khan Case: আরিয়ান খানকে বড় স্বস্তি বম্বে হাইকোর্টের
গত সপ্তাহেই আরিয়ান খানের আইনজীবীরা বম্বে হাইকোর্টে আবেদন করেন যাতে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেওয়া থেকে রেহাই দেওয়া হয় তাঁদের মক্কেলকে।
মুম্বই: মাদক মামলায় জামিন পাওয়ার পর থেকেই শর্ত অনুযায়ী প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হচ্ছিল শাহরুখ খান (Shahrukh Khan) তনয় আরিয়ান খানকে (Aryan Khan)। সম্প্রতি গত সপ্তাহেই আরিয়ান খানের আইনজীবীরা বম্বে হাইকোর্টে আবেদন করেন যাতে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেওয়া থেকে রেহাই দেওয়া হয় তাঁদের মক্কেলকে। আবেদনে জানানো হয়, ইতিমধ্যেই আরিয়ান খানের মামলা মুম্বই থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছে। যাবতীয় তদন্তের কাজ সেখান থেকেই হচ্ছে। তাই মুম্বই অফিসে প্রতি শুক্রবার হাজিরার শর্ত যাতে শিথিল করা হয়, সেই আবেদনই রাখা হয়েছে আরিয়ানের আইনজীবীদের পক্ষ থেকে। অবশেষে আরিয়ান খানকে বড় স্বস্তি দিল বম্বে হাইকোর্ট। জানা গিয়েছে, প্রতি শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজিরা দেওয়া থেকে নিষ্কৃতি দিয়েছে বম্বে হাইকোর্ট। বিচারপতি নীতিন সাম্ব্রের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের প্রয়োজনেই শুধুমাত্র ডেকে পাঠানো যাবে শাহরুখ-পুত্রকে। এবং ডেকে পাঠানোর অন্তত ৭২ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে।
আরও পড়ুন - Alia-Ranbir Wedding: কবে বিয়ে করবেন আলিয়া-রণবীর? দিনক্ষণ পাকা?
Drugs-on-cruise case | Bombay High Court relieves Aryan Khan from appearing before Mumbai NCB every week but directs him to appear before Delhi SIT whenever summoned
— ANI (@ANI) December 15, 2021">
প্রসঙ্গত, গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে মাদক কান্ডে আটক হন বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এরপর জামিন পাওয়ার জন্য চলেছে দীর্ঘ আইনি লড়াই। নিম্ন আদালতে যখন কিছুতেই আরিয়ান খানের জামিনের আর্জি মঞ্জুর হচ্ছিল না, তখন বম্বে হাইকোর্টে জামিনের আবেদন নিয়ে যান আরিয়ানের আইনজীবীরা। এবং বম্বে হাইকোর্ট শাহরুখ পুত্রের জামিন মঞ্জুর করে। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ছাড়াও জামিন মঞ্জুরের অন্যতম শর্ত হিসেবে ছিল, প্রতি সপ্তাহের শুক্রবার এনসিবি অফিসে হাজিরা দিতে হবে আরিয়ানকে।