Bonny-Ayushi First Look: জুটিতে বনি-আয়ুষী, প্রকাশ্যে 'আর্চির গ্যালারি'র প্রথম লুক
Bonny-Ayushi First Look: এর আগে বনি ও আয়ুষীকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে পরিচালক রাজা চন্দের ছবি 'আম্রপালি'-তে। এই ছবির নির্মাতাদেরও বিশ্বাস নতুন এই জুটি দর্শকদের ফের ভাল একটি ছবি উপহার দেবেন।
কলকাতা: নতুন ছবিতে ফের জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও আয়ুষী তালুকদার (Ayushi Talukdar)। ছবির নাম 'আর্চির গ্যালারি'। নাম ঘোষণা হয়েছিল আগেই। শ্যুটিংও প্রায় শেষের মুখে। এবার প্রকাশ্যে এল ছবিতে চরিত্রদের প্রথম লুক (First Look)। ছবির পরিচালক প্রমিতা ভট্টাচার্য (Pramita Bhattacharya)। কলকাতার বিভিন্ন লোকেশনে চলছে শ্যুটিং।
বনি-আয়ুষীর প্রথম লুক
ছবিতে ফুটে উঠবে একটি ছেলের গল্প। তার নাম আর্চি। যে চরিত্রে অভিনয় করছেন অভিনতা বনি সেনগুপ্ত। তাঁর বিপরীতে রয়েছেন আয়ুষী তালুকদার। আমাদের জীবনের এমন অনেক মুহূর্ত থাকে যেগুলো ফ্রেমবন্দি করা যায় না। কিন্তু মনে রেখে দেওয়া যায়। এই ছবির নায়ক এমনই কিছু ছবি মনে রেখে দেয়। যার ছোটবেলায় মা মারা যায়। সে বড় হয় বাবা ও মাসির কাছে। যার জীবনের প্রধান অবলম্বন তার বাবা।
ছবিতে আয়ুষী তালুকদারকে দেখা যাবে কর্পোরেট অফিসে চাকুরিরতা হিসাবে। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত। তিনিই ছবিতে বনি সেনগুপ্তের বাবার চরিত্রে অভিনয় করছেন।
ছবিতে আয়ুষীর চরিত্রের নাম নীহারিকা, যে এক স্বাধীনচেতা নারী। বাইরে থেকে কলকাতায় চাকরিসূত্রে এসেছে নীহারিকা। স্বাধীন হলেও নিজের মূল্যবোধ ভোলেনি সে, এবং ঘটনাচক্রে তাঁর আলাপ হয় বনির সঙ্গে, যাঁর চরিত্রের নাম আর্চি। এই দুজনের প্রেমের গল্প বলবে 'আর্চির গ্যালারি'।
বনি-আয়ুষী জুটি
এর আগে অভিনেতা বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদারকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে পরিচালক রাজা চন্দের ছবি 'আম্রপালি'-তে। এই ছবির নির্মাতাদেরও বিশ্বাস নতুন এই জুটি দর্শকদের ফের ভাল একটি ছবি উপহার দেবেন। 'আর্চির গ্যালারি' ছবিটি মুক্তি পাবে 'শ্যাডো ফিল্মস'-এর ব্যানারে।
ছবি সম্পর্কে অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, 'এটি আয়ুষীর সঙ্গে আমার দ্বিতীয় ছবি। এর আগের ছবির থেকে এই ছবির গল্প পুরোপুরি আলাদা। আশা করছি দর্শকদের ভাল লাগবে।'