Border 2: অপেক্ষার অবসান, শুরু হল বর্ডার টু-র শ্যুটিং, কবে মুক্তি পাবে ছবি?
Bollywood News: ব্লকবাস্টার বর্ডার সিনেমার সিক্যুয়েলের ঘোষণা হয়েছিল আগেই। অবশেষে শুরু হল সানি দেওলের বর্ডার টু-র (Border 2) শ্যুটিং।
মুম্বই: ঘোষণা হওয়ার পর থেকে সাগ্রহে অপেক্ষা করছিলেন সিনেপ্রেমীরা। করবেন না-ই বা কেন? যে সিনেমা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে রয়েছে, সেই গল্পের পরের পর্ব নিয়ে যদি সিক্যুয়েল তৈরি হয়, উন্মাদনা তো তৈরি হবেই।
ব্লকবাস্টার বর্ডার সিনেমার সিক্যুয়েলের ঘোষণা হয়েছিল আগেই। অবশেষে শুরু হল সানি দেওলের বর্ডার টু-র (Border 2) শ্যুটিং। সানি দেওল ছাড়াও বর্ডার টু-এ আছেন বরুণ ধবন, দিলজিৎ দোসাঞ্জ এবং অহন শেট্টি। বর্ডারের মতো এবারও যুদ্ধক্ষেত্রে পা রাখার জন্য প্রস্তুত এক ঝাঁক তারকা অভিনেতা।
বর্ডার টু-এর প্রযোজনায় রয়েছে বি টাউনের বিরাট বড় কয়েকটি নাম। যাঁদের মধ্যে অন্যতম - ভূষণ কুমার (Bhushan Kumar), কৃষাণ কুমার (Krishan Kumar), জে পি দত্ত (JP Dutta) এবং নিধি দত্ত (Nidhi Dutta) । জেপি দত্তের জে পি ফিল্মসের সঙ্গে গুলশান কুমার এবং টি-সিরিজ দ্বারা উপস্থাপিত এবং অনুরাগ সিংহ দ্বারা পরিচালিত সিক্যুয়েলটি সিনেপ্রেমীদের দুর্দান্ত অভিজ্ঞতা দেবে বলেই বিশ্বাস নির্মাতাদের। সেই সঙ্গে বিখ্যাত বর্ডার ফ্র্যাঞ্চাইজির উত্তরাধিকার সফলভাবে বয়ে নিয়ে যাবে বর্ডার টু, আশাবাদী ছবিরা নির্মাতারা।
দেশপ্রেম এবং সাহসীকতার পটভূমিকায় তৈরি হবে বর্ডার টু। বর্ডারের প্রথম ভাগের মতো দ্বিতীয় ভাগেও ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভরপুর অ্যাকশন। সঙ্গে টানটান গল্প। আবেগ। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৩ জানুয়ারি। বর্ডার টু পরিচালনা করছেন অনুরাগ সিংহ। যিনি এর আগে কেশরি, পাঞ্জাব ১৯৮৪, জাঠ অ্যান্ড জুলিয়েট এবং দিল বোলে হাড়িপ্পার মতো সিনেমার পরিচালনা করেছেন!চলতি বছরের ১৩ জুন বর্ডার সিনেমার ২৭ বছর পূর্তি উপলক্ষে বর্ডার টু ছবিটির মুক্তি ঘোষণা করা হয়েছিল। নির্মাতারা দাবি করেছেন, এটিই হতে চলেছে ‘ভারতের সবচেয়ে বড় যুদ্ধের ছবি’।
'বর্ডার' মানেই নো নস্ট্যালজিয়া। আর সেই নস্ট্যালজিয়াকেই এত বছর পরে ফিরিয়ে দেবে 'বর্ডার ২' এমনটাই আশা নির্মাতাদের। দর্শকেরাও ভীষণ আগ্রহী এই ছবিটিকে নিয়ে।
View this post on Instagram
আরও পড়ুন: Shaan: শানের আবাসনে হঠাৎ আগুন, কেমন আছেন সঙ্গীতশিল্পী ও তাঁর পরিবার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।