এক্সপ্লোর
Advertisement
গণধর্ষণের বিবিধ উপায় নিয়ে জমাটি আলোচনার গ্রুপ ‘বয়েজ লকার রুম’! বাবা-মায়েদের দিকে আঙুল সোনমের, আর কে কী বললেন?
ধর্ষকদের ফাঁসি দিলেই হবে না, এই জাতীয় মানসিকতার মূলে আঘাত হানতে হবে, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন স্বরা।
নয়াদিল্লি: করোনা আতঙ্কের মধ্যেই রাজধানী দিল্লিতে ভয়াবহতা ছড়িয়েছে একটি ইনস্টাগ্রাম চ্যাট গ্রুপ। বয়েজ লকার রুম। গণধর্ষণের বিবিধ উপায় নিয়ে জমাটি আলোচনার গ্রুপ, যার অধিকাংশ সদস্যরাই টিন-এজার। কম বয়সি ভাল স্কুলে পড়া ছেলেদের এই ঘৃণ্য মানসিকতা স্তম্ভিত করে দিয়েছে সকলকে। প্রশ্নের মুখে নাবালকদের মূল্যবোধ!
এরই মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে আরও একটি খবরে। বয়েজ লকার রুম-এর মতো ইনস্টাগ্রামে নাকি সক্রিয় গার্লস লকার রুম বলে একটি গ্রুপও। যদিও ঘটনার সত্যতা জানা যায়নি।
এরই মধ্যে এই নিন্দনীয় ঘটনা নিয়ে মুখ খুলেছেন বলি-সেলেবরা।
অভিনেত্রী সোনম কপূর এই ধরনের ঘটনার জন্য অভিভাবকদের গাফিলতি, তাঁদের সন্তান বড় করে তোলার পদ্ধতির দিকেই আঙুল তুলেছেন। ছেলেদের এর জন্য লজ্জা পাওয়া উচিত, মত সোনমের।
অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী লকার রুম-কে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করেছেন। লিখেছেন 'এক্সট্রিম রেড জোন'।
ধর্ষকদের ফাঁসি দিলেই হবে না, এই জাতীয় মানসিকতার মূলে আঘাত হানতে হবে, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন স্বরা। সেইসঙ্গে শিক্ষক ও অভিভাবকদের এই নিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলা উচিত বলে মনে করছেন স্বরা।
#boyslockerroom a telling tale of how toxic masculinity starts young! Underage boys gleefully planning how to rape & gangrape minor girls. Parents & teachers must address this with those Kids.. Not enough to ‘hang rapists’ .. we must attack the mentality that creates rapists! https://t.co/Jw4cFQ9gXM
— Swara Bhasker (@ReallySwara) May 5, 2020
শুধু সিনেদুনিয়ার তারকারাই নন, বয়েজ লকার রুম এককথায় নড়িয়ে দিয়েছে দেশের মানুষকে। একদিকে যখন নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির পর ঘৃণ্য অপরাধ ঘটানোর আগে ভয় পাবে দুষ্কৃতীরা, এমনই স্বপ্ন দেখছিল গোটা দেশ, তখন এই ধরনের ঘটনা আবারও বিরাট বড় প্রশ্নের মুখে ফেলল সমাজকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement