এক্সপ্লোর
ট্রেন্ডিং হ্যাশট্যাগ ‘ব্রেক দ্য সাইলেন্স ফর সুশান্ত’! বলিউড তারকার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার অনুরাগীরা
হ্যাশট্যাগ ব্রেক দ্য সাইলেন্স ফর সুশান্ত! সারা দিন ধরে ট্যুইটারে এই কথাকেই ঘুরিয়ে ফিরিয়ে এনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রতি সুবিচারের দাবিতে সোচ্চার হলেন তাঁর অনুরাগীরা।
![ট্রেন্ডিং হ্যাশট্যাগ ‘ব্রেক দ্য সাইলেন্স ফর সুশান্ত’! বলিউড তারকার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার অনুরাগীরা Break The Silence For SUshant trends as fans allege foul play in actor''s death ট্রেন্ডিং হ্যাশট্যাগ ‘ব্রেক দ্য সাইলেন্স ফর সুশান্ত’! বলিউড তারকার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার অনুরাগীরা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/02153447/sushant-singh-rajput.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: হ্যাশট্যাগ ব্রেক দ্য সাইলেন্স ফর সুশান্ত! সারা দিন ধরে ট্যুইটারে এই কথাকেই ঘুরিয়ে ফিরিয়ে এনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রতি সুবিচারের দাবিতে সোচ্চার হলেন তাঁর অনুরাগীরা। ভক্তরা অভিনেতার মৃত্যুর এতদিন পরেও মেনে নিতে পারলেন না যে এই ঘটনা আত্মহত্যা-র। তাঁদের মত, খুন করা হয়েছে সুশান্তকে, এবং অনবরত সেই সত্যকে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে। ময়না তদন্তে পরিস্কার করেই বলা হয়েছে যে আত্মহত্যাই করেছেন সুশান্ত। কিন্তু ফ্যানদের দাবি, সত্য উদঘাটন করার জন্য সিবিআই-কে দিয়ে তদন্ত করাতে হবে।
সুশান্তের ফ্যানদের মধ্যে কেউ বলেছেন, এটা কোনও ভাবেই আত্মহত্যা নয়। এটা খুনের ঘটনা, তদন্ত হলেই সামনে আসবে।
কেউ বা বলছেন, এই খুনের পিছনে এমন কেউ বা কারা আছেন যাঁরা সমাজের অত্যন্ত প্রভাব ও প্রতিপত্তি সম্পন্ন মানুষ। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে বলেই ধামাচাপা দিতে এত তোড়জোড়।
কোনও ফ্যান আবার বলছেন, আমাদের দেশে সবকিছু নিয়েই তো রাজনীতি নয়। কিন্তু এমন চমৎকার এক অভিনেতা, তারকার অকালে বিদায় নেওয়াটাকে নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। তদন্তটা করান অনুগ্রহ করে।
ফ্যানদের এই তুমুল দাবি কি শেষটায় সিবিআই তদন্তের দিকে নিয়ে যাবে বিষয়টিকে! সেটা সময়ই বলতে পারবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
পুজো পরব
আইপিএল
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)