Cannes Film Festival: কানের রেড কার্পেটে ডেবিউ, পোশাকে কোন রেকর্ড গড়লেন অভিনেত্রী দীপ্তি সাধওয়ানি?
Deepti Sadhwani Dress: কমলা রঙের অফ-শোল্ডার ঝলমলে গাউনে দেখা গেল দীপ্তি সাধওয়ানিকে। সেই পোশাকেই গড়লেন রেকর্ড। এই প্রথম লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী।
নয়াদিল্লি: 'কান' চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটে (red carpet) নজর কাড়লেন 'তারক মেহতা কা উল্টা চশমা' (Taarak Mehta Ka Ooltah Chashmah) অভিনেত্রী দীপ্তি সাধওয়ানি (Deepti Sadhwani)। বিশ্বখ্যাত এই রেড কার্পেটে এই বছর ডেবিউ করলেন অভিনেত্রী। ৭৭তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেই তাঁর পোশাক উঠল শিরোনামে। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর গাউনের দীর্ঘতম ট্রেল দেখা গেল লাল গালিচায়।
কানে 'তারক মেহতা কা উল্টা চশমা' খ্যাত অভিনেত্রী, কাড়লেন নজর
কমলা রঙের অফ-শোল্ডার ঝলমলে গাউনে দেখা গেল দীপ্তিকে, যার সঙ্গে ছিল লম্বা একটি 'ট্রেল', যা দীর্ঘতম হওয়ায় ইতিহাস তৈরি করল। তাঁর পোশাক রীতিমতো শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা ভালবাসার বন্যা ঘটিয়েছেন কমেন্ট বক্সে। তিনি যে ছবি পোস্ট করেছেন, তার ক্যাপশনে লিখেছেন, 'স্বপ্ন সত্যি হয়, এবং আমারও হল... শিশু বয়স থেকে চিরকালই এর স্বপ্ন দেখেছি এবং অবশেষে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ফ্রেঞ্চ রিভেরায়।' পোস্টের নেপথ্যে শোনা যায় থিও ডেগলারের 'কান' গানটি।
অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবের আরও একাধিক ফটোশ্যুটের ছবিও পোস্ট করেন। সেখানে একটি ছবিতে তাঁর গাউনের ট্রেল নজরে পড়ছে। ক্যাপশনে লেখেন, '৭৭তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের রেড কার্পেটে গাউনের রেকর্ড-ব্রেকিং দীর্ঘতম ট্রেল নিয়ে হাঁটার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।'
View this post on Instagram
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: হাতে গুরুতর চোট, তাই নিয়েই কানের রেড কার্পেটের উদ্দেশে পাড়ি দিলেন ঐশ্বর্য্য
দীপ্তি সাধওয়ানি কর্মজীবন শুরু করেছিলেন একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে। অর্থনৈতিক বিভাগে কাজ (financial sector) করতেন। যদিও পরবর্তীকালে তিনি উপলব্ধি করেন অভিনয়ের প্রতি তাঁর টান, এবং কেরিয়ারে বদল ঘটান। 'তারক মেহতা কা উল্টা চশমা' ছাড়াও অভিনেত্রী 'হাস্য সম্রাট' নামক কমেডি রিয়েলিটি শোয়ের সঞ্চালনাও করেছেন। এছাড়াও কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। বাদশাহ্, ফাজিলপুরিয়া, নিশান ভুল্লরের মতো গায়কদের সঙ্গে কাজ করেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।