Chandigarh Kare Aashiqui: কম বাজেটেই বাজিমাত, বক্সঅফিসেও দাপট ‘চণ্ডীগড় করে আশিকি’র
Chandigarh Kare Aashiqui: করোনার মধ্যে দর্শক ফের হলমুখী হতে শুরু করলেও, ‘চণ্ডীগড় করে আশিকি’র মতো কম বাজেটের ছবি এতটা ব্যবসা করবে, তা ভাবতেই পারেননি অনেকে।
মুম্বই: বরাবরই ‘হটকে’ ছবি করতে অভ্যস্ত তিনি। আর তাতেই বাজিমাত করে চলেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। করোনার সময়ে যখন বক্সঅফিসে শামুকের গতিতে এগোচ্ছে তাবড় তারকার ছবি, সেই সময় তাঁর অভিনীত ‘চণ্ডীগড় করে আশিকি’ (Chandigarh Kare Aashiqui) সমালোচকদের প্রশংসা যেমন কুড়িয়েছে, তেমনই বক্সঅফিসেও (Bollywood Box Office) ভালই সাড়া জাগিয়েছে।
১০ ডিসেম্বর সিনেমাঘরে মুক্তি পেয়েছে ‘চণ্ডীগড় করে আশিকি’। প্রথম তিন দিনেই ছবিটি ১৪ কোটি ৫৩ লক্ষ টাকার ব্যবসা করেছে। যে ভাবে টিকিট বিক্রি হচ্ছে, তাতে আগামী সপ্তাহের শেষে প্রযোজক লাভের মুখ দেখবেন বলেই আশাবাদী সিনেমাবোদ্ধারা।
করোনার মধ্যে দর্শক ফের হলমুখী হতে শুরু করলেও, ‘চণ্ডীগড় করে আশিকি’র মতো কম বাজেটের ছবি এতটা ব্যবসা করবে, তা ভাবতেই পারেননি অনেকে। তবে সমালচকদের প্রশংসা এবং লোকমুখে প্রচার, এই দুইয়ে ভর করেই ছবির ব্যবসা তর তর করে এগিয়ে চলেছে বলে মনে করছেন সকলে।
চিত্র সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, প্রথম তিন দিন ভালই ব্যবসা করেছে ‘চণ্ডীগড় করে আশিকি’। ভালই টিকিট বিক্রি হচ্ছে। আগামী সপ্তাহেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী তিনি।
#ChandigarhKareAashiqui goes from strength to strength… #Sunday growth: +21.36%… Metro multiplexes dominate [#Delhi, #NCR, #Chandigarh top the list]… Needs to maintain the momentum on weekdays… Fri 3.75 cr, Sat 4.87 cr, Sun 5.91 cr. Total: ₹ 14.53 cr. #India biz. pic.twitter.com/t0aiYoodYa
— taran adarsh (@taran_adarsh) December 13, 2021
ছবির পরিচালক অভিষেক কপূর (Abhishek Kapoor) ইতিমধ্যেই আয়ুষ্মানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি লেখেন, ‘তোমাকে অনেক ভালবাসা আয়ুষ্মান। আমার সঙ্গে চণ্ডীগড় করে আশিকি তৈরির জন্য ধন্যবাদ। তোমাকে ছাড়া এই ছবি করতেই পারতাম না আমি। গল্পকারদের কাছে তুমি অনুপ্রেরণা।’’
ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন বাণী কপূর (Vaani Kapoor)। ছবিতে বডি বিল্ডারের চরিত্রে রয়েছেন আয়ুষ্মান। জিমে মেয়েদের প্রশিক্ষণ দিতে আসা তরুণীর প্রেমে পড়েন তিনি। যখন জানতে পারেন ওই তরুণী আসলে রূপান্তরকামী, যে টানাপড়েন শুরু হয়, তা নিয়েই ছবির গল্প বুনেছেন পরিচালক।
এর আগে, ছবি দেখে আয়ুষ্মানকে প্রশংসায় ভরিয়ে দেন হৃতিক রোশন (Hrithik Roshan)। রবিবার টুইটারে তিনি লেখেন, ‘বন্ধু, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতিভাশালী অভিনেতা তুমি। অনেক দিন পর এ ভাবে অনুপ্রাণিত হলাম। এমন কিছু ঘটলে যদিও ভালই লাগে। আমাকে অনুপ্রেণা জোগানোর জন্য ধন্যবাদ। তুমি অসাধারণ। অনেক অভিনন্দন। আলিঙ্গন।’’
এর আগে ‘ওয়ার’ ছবিতে বাণীর সঙ্গে কাজ করেছিলেন হৃতিক। বাণীরও ভূয়সী প্রশংসা করেন তিনি।